নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ঈদের বাস, ট্রেন ও লঞ্চের টিকেট ! ঈদ মোবারক !

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

বাসের অগ্রিম টিকিট ১৪ জুলাই থেকে :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট ১৪ জুলাই থেকে বিক্রি করা হবে। ১৫ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হবে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরেরপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণ করে পরিবহনমালিকদের দুটি সংগঠন—বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অতীতে শুধু নামীদািম পরিবহন কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করত। পরিবহনমালিকেরা জানান, এবার ঢাকার প্রায় সব টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টার থেকে একযোগে ১৪ জুলাই টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে। কালোবাজারি কিংবা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কমে যাবে।

সূত্র: Click This Link



লঞ্চের আগাম টিকিট ১৭ জুলাই থেকে :

ঈদ উপলক্ষে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ জুলাই। লঞ্চ মালিকরা যাতে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন সেদিকেও কড়া নজর রাখা হবে। নৌপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক পারাপার বন্ধ থাকবে। ঈদের আগে মাদারীপুরের কাওরাকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ইজারা প্রথা বাতিলের ব্যবস্থা করা হয়েছে। ১৫ জুলাই থেকে তা কার্যকর করা হবে। তবে বাস, ট্রাক, গাড়ি ও অন্যান্য যানবাহনের ফি আগের মতোই বহাল থাকবে। এতে ফেরিঘাট পারাপার হতে যাত্রীদের প্রবেশ ফি দিতে হবে না। মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের ইজারা এরই মধ্যে বাতিল করা হয়েছে। -



See more at: Click This Link



ট্রেনের অগ্রিম টিকিট ২০ জুলাই থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এই পাঁচ দিনে ২৪ থেকে ২৮ জুলাইয়ের ট্রেন যাত্রার টিকিট অগ্রিম বিক্রি করা হবে। রেলভবনে গতকাল রোববার সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। তিনি বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে। ঈদের সময় যাত্রীদের সুবিধার্থে রেলের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, রেলের কর্মকর্তা-কর্মচারী এবং ভিআইপিদের জন্য মোট টিকিটের পাঁচ শতাংশ কোটা থাকবে। অগ্রিম টিকিটের মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।



সূত্র: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.