নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বালু নদীতে নৌকা ভ্রমণ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

চারটা বড় ব্লগ দিলাম কেউ যাতে বিরক্ত না হয়ে যান তাই একটা ফটো ব্লগ দিলাম । কিছু ইনফো সাথে থাকলো ।

"ভ্রমণ বাংলাদেশ" গ্রুপে ইভেন্ট দিলাম । আগ্রহী বন্ধুর সংখ্যাও কম না । ২২জনের দল ঠিক করলাম শুক্রবার সারাদিন নৌকা ভ্রমণ করবো আমরা । সকাল ৮.৩০ এ খিলক্ষেতে এসে জড় হলাম সবাই । নাস্তা করলাম সবাই এক সাথে মিলে। হিউম্যান হলার করে ইছাপুরা ঘাট থেকে নেমে দেশী ফল আর মিষ্টি নিলাম । নৌকা করে যাই পুবাইল । দুপুরে খেলাম মাছ, আলুভর্তা, মরিচ ভর্তা , ঝাল মুরগী । বিকেলে ইছাপুরার মিষ্টি খেয়ে ফিরলাম বাসায় ।


প্যানারমিক ভিউ

২.
স্বচ্ছ পানি পরিষ্কার আকাশ সবুজ গাছ মন প্রাণ ভরিয়ে দেয় ।


৩.
রোদে বসে থাকবেন, দেখবেন চারদিকের সৌন্দর্য ।

৪.
মাঝে মাঝে মেঘের আপ্রাণ চেষ্টাকে হারিয়ে বের হয়ে আসে সূর্য ।

৫.
দুষ্টু ছেলের দল সদলে নেমে পড়েছে পানিতে । ঠান্ডা পানিতে গোসলের মজাই আলাদা ।

৬.
মাছ ধরছে জেলে ভাই । মাছের স্বাদের তুলনা নাই ।


৭.
শেষ বিকেলের আলো ।


৮.
এই রকম কত শত নৌকা ভেসে বেড়ায় বালু নদীর বুকে ।

৯.
বেশি পানি হলে এই ব্রিজ দিয়ে নৌকা চালানো কঠিন হয়ে পড়ে ।


১০.
নদীর টাটকা মাছ পেয়ে সরকারী বিজ্ঞান কলেজের সেলিনা সুলতানা আপা আর মনা দুষ্টামি


১১. .
দলের একটি অংশের গ্রুপ ছবি ।

১২.
উত্তর খানের একটি অংশ । বালু ভরাট করে প্লট বানানোর চেষ্টা ।

১৩.
বিকেলে আড্ডাতে মুড়ি চানাচুর ।

১৪.
নৌকার ছাদ আড্ডার উপযুক্ত স্থান ।

১৫.
পুবাইন বাজারে পাওয়া যায় শুটকি মাছ ।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ৪,৬,৭ ছবি তিনটিতে +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ..... কি কারণে ভাল লেগেছে জানালে আরো ভাল হয় ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কালীদাস বলেছেন: আপনাদের কোন ওয়েবসাইট আছে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: http://vromonbangladesh.com/

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

এস কাজী বলেছেন: ভাল্লাগসে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: :)
ধন্যবাদ......

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: মন্তব্য করুন । দেখতে থাকুন আরো দিবো ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

জুন বলেছেন: আমরাও গতকাল বালু নদীর তীর এ ঘুর ঘুর আর বেরাইদ বাজারে বসে চা খেয়ে এসেছি।কাল অনেক ভীড় ছিল ।
আপনাদের তোলা ছবিগুলো খুব সুন্দর ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
দেখি আরো কিছু ছবি পাই কি না ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সিপন মিয়া বলেছেন: জায়গাটা ঘুরে দেখার ইচ্ছে উকি দিচ্ছে মনে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
কল দিতে পারেন-০১৮২২-৬১১-৪৮৮ বা ০১৭১১-২৭৭২৫০

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার শৈশবের স্থান পূবাইল....

ক্লাশ এইট পর্যণ্ত দূরন্তপনার পুরা সময়টুকুই ছিল ওখানের মায়াভার ছায়া ঘেরা প্রকৃতির সাথে!!! বনে, বাদাড়, নদীতে পুকুরে, ধানের ক্ষেতে..
আহা পুরাই নষ্টালজিক করে দিলেন ;)


++++++++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আসলেই খুব সুন্দর জায়গা ।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

নরহরি ঘোটক বলেছেন: জায়গাটা ঘুরে দেখার ইচ্ছে উকি দিচ্ছে মনে।ইচ্ছে হচ্ছে জায়গাটা একবার ঘুরে আসি.।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
কল দিতে পারেন-০১৮২২-৬১১-৪৮৮ বা ০১৭১১-২৭৭২৫০

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

রাফিউল আলম ইমন বলেছেন: ছবি গুলু ভালু অনেক। #:-S

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । দেখুন আর পড়ুন । উৎসাহ পাব তাহলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.