নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
চারটা বড় ব্লগ দিলাম কেউ যাতে বিরক্ত না হয়ে যান তাই একটা ফটো ব্লগ দিলাম । কিছু ইনফো সাথে থাকলো ।
"ভ্রমণ বাংলাদেশ" গ্রুপে ইভেন্ট দিলাম । আগ্রহী বন্ধুর সংখ্যাও কম না । ২২জনের দল ঠিক করলাম শুক্রবার সারাদিন নৌকা ভ্রমণ করবো আমরা । সকাল ৮.৩০ এ খিলক্ষেতে এসে জড় হলাম সবাই । নাস্তা করলাম সবাই এক সাথে মিলে। হিউম্যান হলার করে ইছাপুরা ঘাট থেকে নেমে দেশী ফল আর মিষ্টি নিলাম । নৌকা করে যাই পুবাইল । দুপুরে খেলাম মাছ, আলুভর্তা, মরিচ ভর্তা , ঝাল মুরগী । বিকেলে ইছাপুরার মিষ্টি খেয়ে ফিরলাম বাসায় ।
১
প্যানারমিক ভিউ
২.
স্বচ্ছ পানি পরিষ্কার আকাশ সবুজ গাছ মন প্রাণ ভরিয়ে দেয় ।
৩.
রোদে বসে থাকবেন, দেখবেন চারদিকের সৌন্দর্য ।
৪.
মাঝে মাঝে মেঘের আপ্রাণ চেষ্টাকে হারিয়ে বের হয়ে আসে সূর্য ।
৫.
দুষ্টু ছেলের দল সদলে নেমে পড়েছে পানিতে । ঠান্ডা পানিতে গোসলের মজাই আলাদা ।
৬.
মাছ ধরছে জেলে ভাই । মাছের স্বাদের তুলনা নাই ।
৭.
শেষ বিকেলের আলো ।
৮.
এই রকম কত শত নৌকা ভেসে বেড়ায় বালু নদীর বুকে ।
৯.
বেশি পানি হলে এই ব্রিজ দিয়ে নৌকা চালানো কঠিন হয়ে পড়ে ।
১০.
নদীর টাটকা মাছ পেয়ে সরকারী বিজ্ঞান কলেজের সেলিনা সুলতানা আপা আর মনা দুষ্টামি
১১. .
দলের একটি অংশের গ্রুপ ছবি ।
১২.
উত্তর খানের একটি অংশ । বালু ভরাট করে প্লট বানানোর চেষ্টা ।
১৩.
বিকেলে আড্ডাতে মুড়ি চানাচুর ।
১৪.
নৌকার ছাদ আড্ডার উপযুক্ত স্থান ।
১৫.
পুবাইন বাজারে পাওয়া যায় শুটকি মাছ ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ৪,৬,৭ ছবি তিনটিতে +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ..... কি কারণে ভাল লেগেছে জানালে আরো ভাল হয় ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কালীদাস বলেছেন: আপনাদের কোন ওয়েবসাইট আছে?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
এস কাজী বলেছেন: ভাল্লাগসে
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
ভ্রমণ বাংলাদেশ বলেছেন:
ধন্যবাদ......
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: মন্তব্য করুন । দেখতে থাকুন আরো দিবো ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
জুন বলেছেন: আমরাও গতকাল বালু নদীর তীর এ ঘুর ঘুর আর বেরাইদ বাজারে বসে চা খেয়ে এসেছি।কাল অনেক ভীড় ছিল ।
আপনাদের তোলা ছবিগুলো খুব সুন্দর ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
দেখি আরো কিছু ছবি পাই কি না ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সিপন মিয়া বলেছেন: জায়গাটা ঘুরে দেখার ইচ্ছে উকি দিচ্ছে মনে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
কল দিতে পারেন-০১৮২২-৬১১-৪৮৮ বা ০১৭১১-২৭৭২৫০
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার শৈশবের স্থান পূবাইল....
ক্লাশ এইট পর্যণ্ত দূরন্তপনার পুরা সময়টুকুই ছিল ওখানের মায়াভার ছায়া ঘেরা প্রকৃতির সাথে!!! বনে, বাদাড়, নদীতে পুকুরে, ধানের ক্ষেতে..
আহা পুরাই নষ্টালজিক করে দিলেন
++++++++++++++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আসলেই খুব সুন্দর জায়গা ।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮
নরহরি ঘোটক বলেছেন: জায়গাটা ঘুরে দেখার ইচ্ছে উকি দিচ্ছে মনে।ইচ্ছে হচ্ছে জায়গাটা একবার ঘুরে আসি.।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । আবার যাচ্ছি আগামী শুক্রবার ।
কল দিতে পারেন-০১৮২২-৬১১-৪৮৮ বা ০১৭১১-২৭৭২৫০
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
রাফিউল আলম ইমন বলেছেন: ছবি গুলু ভালু অনেক।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । দেখুন আর পড়ুন । উৎসাহ পাব তাহলে ।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি।