নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

কামরুপ-কামাক্ষ্যা মন্দির দর্শন !

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭



কিভাবে যাবেনঃ-
প্রথম পথঃ- ঢাকা (এসি/নন এসি বাসে ) থেকে কামাক্ষা মন্দির যেতে হলে ঢাকা-বুড়িমাড়ি-শিলিগুড়ি-কামাক্ষা ষ্ট্রেশন (শিলিগুড়ি থেকে রাতের ট্রেনে উঠলে সকালে কামাক্ষা ষ্ট্রেশন)
দ্বিতীয় পথঃ- ঢাকা থেকে সিলেট তামাবিল বর্ডার নন এসি বাস । এরপর সুমো জিপ (শেয়ার বা রির্জাভ) বা প্রাইভেট কারে শিলং । শিলং থেকে সুমো জিপ (শেয়ার বা রির্জাভ) বা প্রাইভেট কারে কামাক্ষা মন্দির

কোথায় খাবেনঃ- ভারতের যেখানেই যান না সব জায়গাতেই বিভিন্ন ধরনের বিভিন্ন দামের খাবার পাবেন ।

কোথায় থাকবেনঃ- শিলং বা গুহাটি/গুরাহাটি/গোহাটিতে থাকা বিভিন্ন ধরনের হোটেল আছে । ভাড়া ৫০০রুপি থেকে শুরু করে ৫০০০/১০,০০০হাজার রুপি পর্যন্ত ।






মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার ছবি, আমারো যাওয়ার খুব ইচ্ছা আছে।

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: যাওয়ার আগে জানাবেন । হয়ত যেতেও পারি আপনার সাথে ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

ছাসা ডোনার বলেছেন: খুব ভাল লাগলো আপনার এই পোস্ট, ছবিগুলিও অসাধারন।আপনি তো লোভ লাগিয়ে দিলেন , সময় পেলে অবশ্যই যাব।কোন কিছুর জন্য সহযোগিতার দরকার হলে আপনাকে অবশ্যই জানাব আশা করি আপনি না করবেন না। আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ, ভালথাকবেন এই কামনাই করি।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সুন্দর জায়গা সময় পেলে যাবেন । সহযোগীতা প্রযোজন হলে জানাবেন ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। প্লাস।

এ ধরনের পোস্টে, একটু বর্ণনা হলে ভালো হয়।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১২

প্রলয়শিখা বলেছেন: ছবিগুলো চমৎকার।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ,,,,,,,,,,,,, প্রলয়শিখা...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.