নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।\"

ভ্রমণ বাংলাদেশ

“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh

ভ্রমণ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

প্যারামাউন্ট- সিরাপ ও সরবতের আদি দোকান ।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

কলেজ স্ট্রিট যাব , কফি খাব ।

বন্ধু রনির জন্য একটা বই কিনতে কলেজ স্টিট যেতে হল মিনিকে নিয়ে । বই কিছুটা কম প্রচলিত হওয়ায় দোকানদার বলল- দাদা বৌদিকে নিয়ে একটু শরবত থেয়ে আসুন । সারাজীবন মনে রাখবেন । দুপুর পেরিয়ে তখন বিকেল ছুই ছুই করছে । মনে মনে ভেবে রেখেছিলাম বই কিনে কফি পান করে বাসায় যাব । কিন্তু দোকানদার যেমন করে বলল তার কথা ফেলতে পারলাম না ।

হাটা দিলাম ”প্যারামাউন্ট” নামের শরবতের দোকানের উদ্দ্যেশে । বিখ্যাত “কফি হাউজ” হাতের বা দিকে রেখে কিছুটা আগালে ডান দিকের মোড়ের থেকে ২০০গজ দূরে পড়বে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই দোকান ।

ছোট, গোছানো, ছিমছাম পরিবেশ । আছে নানা মনিষীর ছবি । হরিণের মাথাও আছে দেয়ালে বাঁধানো । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপিতো বাঁধাই করে রাখা আছে ।

প্রায় বিশ-পচিশ রকমের শরবত পাওয়া যায় মৌসুম অনুযায়ী । দাম হাতের নাগালে ।

কত শত বিখ্যাত ব্যক্তি শরবত পান করে গেছে এই দোকানে । কথা হল মালিকের সাথে তিনি বললেন স্বদেশী আন্দোলন নাকি হত এই দোকান থেকে । বাইরে শরবত বিক্রি ভেতরে আন্দোলনের আলোচনা ।

”ভাবতে ভাল লাগলো হয়ত আমি মিনিকে নিয়ে বসে আছি যতীন দাসদের বসা চেয়ারে । শরীর কাটা দিয়ে উঠছিল ।”

মনে মনে বললাম ”বিপ্লব চিরজীবি হোক ”

Address: 1/1/1D, Bankim Chatterjee Street, B. C. Street, College Square, Kolkata, West Bengal 700073, India
Phone:+91 33 2219 2433
Hours:· 9:00 am – 10:00 pm

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

১৩)

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট। +।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সুমন কর আপনার মূল্যেবান মতামত সব সময় প্রদান করবেন ।
আপনি বলেছিলেন "কামাক্ষা মন্দির দর্শন" লেখা সংযুক্ত করতে । কি ধরনের লেখা তা ধারণা দিলে আমরা লেখার ধরন বদলে দিবো ও সংযুক্ত করবো ।
ধন্যবাদ পড়ার জন্য ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

অশ্রুকারিগর বলেছেন: ইশশশ ! যখন কলকাতায় গেছিলাম তখন জানলে একবার ঢুঁ মারতাম ! ১৯১৮ সাল থেকে দোকানটা চলতেছে ! ভাবলেই কেমন লাগে ! কত রথী-মহারথী-আমজনতার পদধূলি পড়েছে !!

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আসলেই নামের তালিকাটা দেখলে শিহরিত হতে হয় ।
কিছু সীমাবদ্ধতার কারনে লেখা হয় না । আর অভিজ্ঞতাও কম । তাই চেষ্টা করছি কিছু জায়গা ভ্রমণ করে আপনাদের কাছে শেয়ার করতে ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

সাদী ফেরদৌস বলেছেন: এটা নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম একবার , এবার কলকাতায় গেলে যাওয়া মাস্ট ।
থাংকু পোস্টের জন্য :)

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ.......

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: কলকাতায় তো আর যাওয়া হবে না :(

ব্লগেই বোতল ভর্তি করে পাঠিয়ে দিন।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: কেন যাওয়া হবে না ?
কোথায় থাকেন ?

তাও দিলাম বোতল ভর্তি করে সাথে ভালবাসাও.......

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

আবু শাকিল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ :)

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...... পড়া ও দেখার জন্য ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

ডাঃ মারজান বলেছেন: অবশ্যই একবার যেতে হবে। চক বাজারে একটা অনেক পুরাতন একটা লাচ্ছির দোকান ছিল, এখন আছে কি না জানিনা। সেইরাম লাগত!

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: নুরানী কোল্ড ড্রিংকস দোকানটি চকবাজারে এখনও সুনামের সাথে শরবৎ বিক্রি করে যাচ্ছে । প্যারামাউন্টের মত বিভিন্ন ধরনের শরবতের সমাবেশ যদিও তাদের নেই ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: শরবতের জন্য বিখ্যাত দোকান - আগে জানতাম না। জেনে বেশ ভালো লাগছে।
শুভ কামনা

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ......

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর পোস্ট, খুব ভালো লাগল

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । সাথে থাকুন মন্তব্য করুন । উৎসাহিত হব ।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একবার যাবার ইচ্ছে তৈরী করে দিলেন :)

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: যেতে পারলে ভাল লাগবে আশা করি ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫

সবুজ স্বপ্ন বলেছেন: মনা ভাই আপনি কবে গিয়েছিলেন ? আমি এতায় একবার গিয়েছিলাম আসলেই কেমন জানি লাগে সব কিছু চোখের সামনে দেখলে ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তো দাদা, মিনি'টা যেন কে? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.