নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
কলেজ স্ট্রিট যাব , কফি খাব ।
বন্ধু রনির জন্য একটা বই কিনতে কলেজ স্টিট যেতে হল মিনিকে নিয়ে । বই কিছুটা কম প্রচলিত হওয়ায় দোকানদার বলল- দাদা বৌদিকে নিয়ে একটু শরবত থেয়ে আসুন । সারাজীবন মনে রাখবেন । দুপুর পেরিয়ে তখন বিকেল ছুই ছুই করছে । মনে মনে ভেবে রেখেছিলাম বই কিনে কফি পান করে বাসায় যাব । কিন্তু দোকানদার যেমন করে বলল তার কথা ফেলতে পারলাম না ।
হাটা দিলাম ”প্যারামাউন্ট” নামের শরবতের দোকানের উদ্দ্যেশে । বিখ্যাত “কফি হাউজ” হাতের বা দিকে রেখে কিছুটা আগালে ডান দিকের মোড়ের থেকে ২০০গজ দূরে পড়বে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই দোকান ।
ছোট, গোছানো, ছিমছাম পরিবেশ । আছে নানা মনিষীর ছবি । হরিণের মাথাও আছে দেয়ালে বাঁধানো । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপিতো বাঁধাই করে রাখা আছে ।
প্রায় বিশ-পচিশ রকমের শরবত পাওয়া যায় মৌসুম অনুযায়ী । দাম হাতের নাগালে ।
কত শত বিখ্যাত ব্যক্তি শরবত পান করে গেছে এই দোকানে । কথা হল মালিকের সাথে তিনি বললেন স্বদেশী আন্দোলন নাকি হত এই দোকান থেকে । বাইরে শরবত বিক্রি ভেতরে আন্দোলনের আলোচনা ।
”ভাবতে ভাল লাগলো হয়ত আমি মিনিকে নিয়ে বসে আছি যতীন দাসদের বসা চেয়ারে । শরীর কাটা দিয়ে উঠছিল ।”
মনে মনে বললাম ”বিপ্লব চিরজীবি হোক ” ।
Address: 1/1/1D, Bankim Chatterjee Street, B. C. Street, College Square, Kolkata, West Bengal 700073, India
Phone:+91 33 2219 2433
Hours:· 9:00 am – 10:00 pm
১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
১৩)
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সুমন কর আপনার মূল্যেবান মতামত সব সময় প্রদান করবেন ।
আপনি বলেছিলেন "কামাক্ষা মন্দির দর্শন" লেখা সংযুক্ত করতে । কি ধরনের লেখা তা ধারণা দিলে আমরা লেখার ধরন বদলে দিবো ও সংযুক্ত করবো ।
ধন্যবাদ পড়ার জন্য ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১
অশ্রুকারিগর বলেছেন: ইশশশ ! যখন কলকাতায় গেছিলাম তখন জানলে একবার ঢুঁ মারতাম ! ১৯১৮ সাল থেকে দোকানটা চলতেছে ! ভাবলেই কেমন লাগে ! কত রথী-মহারথী-আমজনতার পদধূলি পড়েছে !!
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আসলেই নামের তালিকাটা দেখলে শিহরিত হতে হয় ।
কিছু সীমাবদ্ধতার কারনে লেখা হয় না । আর অভিজ্ঞতাও কম । তাই চেষ্টা করছি কিছু জায়গা ভ্রমণ করে আপনাদের কাছে শেয়ার করতে ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
সাদী ফেরদৌস বলেছেন: এটা নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম একবার , এবার কলকাতায় গেলে যাওয়া মাস্ট ।
থাংকু পোস্টের জন্য
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ.......
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: কলকাতায় তো আর যাওয়া হবে না
ব্লগেই বোতল ভর্তি করে পাঠিয়ে দিন।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: কেন যাওয়া হবে না ?
কোথায় থাকেন ?
তাও দিলাম বোতল ভর্তি করে সাথে ভালবাসাও.......
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮
আবু শাকিল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...... পড়া ও দেখার জন্য ।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
ডাঃ মারজান বলেছেন: অবশ্যই একবার যেতে হবে। চক বাজারে একটা অনেক পুরাতন একটা লাচ্ছির দোকান ছিল, এখন আছে কি না জানিনা। সেইরাম লাগত!
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: নুরানী কোল্ড ড্রিংকস দোকানটি চকবাজারে এখনও সুনামের সাথে শরবৎ বিক্রি করে যাচ্ছে । প্যারামাউন্টের মত বিভিন্ন ধরনের শরবতের সমাবেশ যদিও তাদের নেই ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: শরবতের জন্য বিখ্যাত দোকান - আগে জানতাম না। জেনে বেশ ভালো লাগছে।
শুভ কামনা
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ......
৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর পোস্ট, খুব ভালো লাগল
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ । সাথে থাকুন মন্তব্য করুন । উৎসাহিত হব ।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একবার যাবার ইচ্ছে তৈরী করে দিলেন
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: যেতে পারলে ভাল লাগবে আশা করি ।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
সবুজ স্বপ্ন বলেছেন: মনা ভাই আপনি কবে গিয়েছিলেন ? আমি এতায় একবার গিয়েছিলাম আসলেই কেমন জানি লাগে সব কিছু চোখের সামনে দেখলে ।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তো দাদা, মিনি'টা যেন কে?
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট। +।