![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভ্রমণ বাংলাদেশ” ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। ভ্রমণ এবং এডভেঞ্চার এক্টিভিটিস এর পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে কাজ করে থাকে। আর সেই সূত্রে ভ্রমণ ও ফটোগ্রাফী সংক্রান্ত লেখালেখি’র জন্য আমাদের এই আইডি। FB Page: http://www.facebook.com/VromonBangladeshpage E-mail: [email protected] Website: www.vromonbangladesh.org আমাদের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/vromonbangldesh
.........ঢেউহীন এক পানির রাজ্যে আড়িয়াল বিল(Arial Bill)। টলটলে জল-জঙ্গলে মাথাচাড়া দিয়েছে শাপলা ফুল। আকাশজুড়ে সাদা মেঘের সঙ্গে সমান্তরালে উড়ছে অসংখ্য সাদা বক। অল্প এগোতেই বদলে যেতে থাকে দৃশ্য। সবুজে সমারোহে বুদ হয়ে পড়ছে জোড়া চোখ। নীলচে পানিতে স্পষ্ট হওয়া সাদা মেঘের প্রতিবিম্ব দেখে যে কেউ মায়াবী জগতের ভাবনায় ডুবে যেতে পারবে। বাঁক নিতেই শাপলা ফুলের অরণ্যে। হিজল গাছের আঁকাবাঁকা প্রতিবিম্বর সঙ্গে মনে গ্রাস করবে ভুবনচিলের পাখা গুটিয়ে বসে থাকা। এলোমেলো জলপথ পাড়ি দিতেই সামনে পড়বে টলটলে পানি। ঢাকার দক্ষিণে পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের অবভূমি আড়িয়াল বিল অপরুপ সাজে সজ্জিত হয়......
দীর্ঘ বিরতির পর আবার আমরা ভ্রমণ বাংলাদেশ পরিবার যাচ্ছি ডে লং ট্যুরে ......আসছে মঙ্গলবার ১৫-০৮-২০২৩ সকাল ৭.৪৫ এ রওনা দিয়ে মাওয়াঘাট হয়ে আরিয়াল বিল ভ্রমণে যাবো......দেখব সারা পৃথিবীর বিস্ময় পদ্মা ব্রিজ, খাব ইলিশের বাহারী পদ...... সাথে আমাদের ট্রেড মার্ক আড্ডা...... তালিকার বাহিরেও এমন কিছু থাকবে যা অনেকের কাছেই হবে বিস্ময়...... Vromon Bangladesh (ভ্রমণ বাংলাদেশ) সব বন্ধুদের আমন্ত্রণ...
ইভেন্ট লিঙ্কঃ Click This Link
১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৩১
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
৩| ১২ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: মাওয়া ঘাটের খাবার উন্নত নয়।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাহ! চমৎকার।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশতো অর্ধেক পানিতে তলিয়ে থাকে তারপরেও বিল ভালোলাগে? আমার আগে ভালো লাগতো, এখন আর লাগে না। মাওয়া ঘাটের নোংরা পরিবেশে বানানো মাছের পদ না খেয়ে মাছ নিয়ে রান্না করে খান, সুস্থ থাকবেন। ধন্যবাদ।