![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।
আজ সকাল থেকে বাংলাদেশে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। শোনা যাচ্ছে ফেসবুক ব্লক হয়েছে, আবার অনেকে বলছে সরকার বন্ধ করে দিল। বিটিসিএল এর এক কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ইন্টারনাল প্রবলেম। কিন্তু টুইটারও একি পরিস্থিতি। আবার অনেক জায়গায় ডিশলাইনও বন্ধ। এ ছাড়া আরো নানা রকম খবর শোনা যা্চ্ছে। যাই হোক ফেসবুক অনেক গুরুত্বপুর্ন বর্তমানে এটাকে সোস্যাল সাইট বলা হলেও এখানেই ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাসহ নানা রকম সম্মেলন আর ইভেন্ট কেবল ফেসবুকেই অনেকে জানতে পারেন।
ফেসবুক যারা বানিজ্যিক কাজে ব্যবহার করছেন কেবল তারা এর ক্ষতিটুকু বুঝতে পারেন। আর অনেক ছবি বা ব্যক্তিত্বের লাইকের কনটেস্ট ফেসবুকেই অনুষ্ঠিত হয়।
আর সবচেয়ে বড় হতাশাটা আজ আমা্রই হলো কারণ আমাদের ইনফোনেট সাইটের জন্য ডোমেইন আর হোস্টিং নিলাম, সবাইকে নিজেদের দায়িত্ব আর কাজ বুঝিয়ে দেওয়া এবং নতুন মেম্বারদের ইন্টারভিউ আমরা ফেসবুকে কমেন্ট এর মাধ্যমে নিয়ে থাকি। দীপ্ত প্রজেক্টকে সফল করতে এটা তারুণ্যের সবচেয়ে বড় উদ্যোগ(বিনা মুল্যে ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্সিং কোর্স শেখানো)।
তাই যাদের জন্য আজকের ফেসবুক ব্যবহার ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা তাদের সবচেয়ে কার্যকরি একটা সফ্টওয়্যার দিব। সিকুরিটি কিস, এটি দ্বারা আপনি নিজের আইপি হাইড করে বিশ্বের যে কোন দেশের আইপি ব্যবহার করে যে কোন সাইটে ঢুকতে পারবেন।
আমি এখন আমেরিকা থেকে ফেসবুকে আছি। আর এই পোস্টটিও আমেরিকা থেকেই করছি(আমার আইপি অনুসারে)।
সংবিধিবদ্ধ সর্তকীকরণ: দয়া করে কেউ সফ্টওয়্যারটি অন্য কোন কাজে ব্যবহার করবেন না।
করলে আমি দায়ী নয়।
http://www.mediafire.com/?yj37rckgpon7cmf
Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
রোদেলা দুপুর বলেছেন: ভাইয়া আমাদেরতো কোন সমস্যা হচ্ছে না। ঠিকই ঢুকতে পারছি।