নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/w3cibrahim

সবার আমি, আমার দেশ।

পথের প্যাচালী

আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।

পথের প্যাচালী › বিস্তারিত পোস্টঃ

সিকুরিটি কিস বা নিরাপত্তা চুম্বন

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

নামটা সত্যিই আজব, তবে এর চেয়ে আজব নামও আছে'হাইড ইউর এস' বাংলায় আর নাইবা বল্লাম। যাই হোক নাম আজব হলেও সফ্টওয়্যার দুটিই খুব কার্যকরী। যদিও দুটির মধ্যে অনেকটা মিল আছে। তবে কেউ কারো ক্ষতি কিংবা হ্যাক করার জন্য সফ্টওয়্যারটি ব্যবহার না করতে অনুরোধ করছি। প্রথমটি দিয়ে আপনি নিজের আইপি, দেশসহ সম্পূর্ন পরিচয় গোপন করে ব্রাউজ করতে পারবেন। আপনি চাইলে অন্য যেকোন দেশের আইপি ব্যহার করতে পারেন এবং http://www.ipaddresslocation.org/ ঠিকানায় গিয়ে দেখুন আপনি যে দেশ দিবেন সম্পূর্ন ঠিকানা, আইপিসহ সবকিছু ঔই দেশের দেখাবে। যদি ইউকে এর কোন শহরের আইপি দেন তাহলে আপনি যদি গুগলে যান দেখবেন লেখা আসবে, http://google.com.uk/, বিভিন্ন দেশে বিভিন্ন সাইট ব্লক করা থাকে, যেমন গতকাল বাংলাদেশে ফেসবুকে ইন্টারনাল প্রবলেম থাকায় ১০ ঘন্টা বন্ধ ছিল। এতে কারো হয়ত তেমন ক্ষতি হয়নি কিংবা আমার হয়েছে, ব্যাপক । কারণ কাল আমাদের ইনফোনেট গ্রুফ তরুণ ফ্রিল্যান্সার, ব্লগার আর টিউনাররা স্বেচ্ছায় সারাদেশব্যাপী ৩২০ জন শিক্ষার্থী বিনামুল্যে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু করতে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা শর্ট ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। কিন্তু কাল ফেসবুক ওপেন না হওয়ায় তাদের ইন্টারভিউ নিতে পারলাম না। দীপ্ত প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় ২৫০+জিবি টিউটোরিয়াল দিয়েছি আর ইনফোনেট এর মাধ্যমে আমরা হাতে কলমে সবাইকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। আমাদের দ্বিতীয় মেয়াদে রেজিস্ট্রেশন চলছে। আপনিও শিখতে চাইলে আমাদের গ্রুফে



এভাবে যেসকল দেশে কোন সাইট ব্রাউজিং এ বিধিনিষেধ আছে আপনি চাইলে নিদির্ধায় এই সফ্টওয়্যারটি দ্বারা সে সব সাইট ভিজিট করতে পারেন। তা ছাড়া যেসব সাইটে একটি আইটি দিয়ে মাত্র একবার রেজিস্ট্রেশন করা যায়, আপনি এই সফ্টওয়্যার দ্বারা যতবার ইচ্ছা রেজিস্ট্রেশন করতে পারেন। আবার অনেক সাইটে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন গ্রহনযোগ্য নয় যেমন পেপাল সেগুলোতেও রেজিস্ট্রেশন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল কারো কাছে নিজের পরিচয় গোপন করেই যা খুশি করতে পারেন। সফ্টওয়্যারটি ইন্সটল করে option থেকে change server সেখানে tcp 443 থেকে যেকোন একটি দেশ সিলেক্ট করে টিক চিহ্ণ দিন।



এবার কানেক্ট এ ক্লিক করুন।



সফ্টওয়্যারটি ডাউন করুন নিচের লিংক থেকে।



http://www.mediafire.com/?yj37rckgpon7cmf

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: tothyobohul poster jonno dhonnobad

২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

বিডি আইডল বলেছেন: "গতকাল বাংলাদেশে ফেসবুকে ইন্টারনাল প্রবলেম" এই তথ্যটা কি আপনার ফ্রিল্যান্সার এমপ্লয়িরা দিছে??

বিটিআরসির নির্দেশে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা হয়েছিলো।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১০

সবুজ ভীমরুল বলেছেন: কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.