নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/w3cibrahim

সবার আমি, আমার দেশ।

পথের প্যাচালী

আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।

পথের প্যাচালী › বিস্তারিত পোস্টঃ

এবার ফেসবুকের সব বন্ধু!!!

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫২

আজ ছোট একটি টিউটোরিয়াল দিচ্ছি। কোন কোডিং লাগবে না। শুধুমাত্র দুইটি অপশনে দুইটি দুইটি ক্লিক করুন। আমরা নিজেদের মধ্যে কোন গ্রুফ তৈরী করলে বিশেষ করে কোন ভার্সিটির, কলেজের, বা যে কোন উদ্যোগ নিয়ে যেসকল গ্রুপ তৈরী হয়, তাতে বন্ধুদের একজন একজন করে এড করা মহা জামেলা। অনেক a, b, c এভাবে আলফাবেট টাইপ করে করে এড করেন যা অনেক সময়সাপেক্ষ।



তাই আজ খুবই মজার এবং ইন্টেরেস্টিং একটি শেল নিয়ে আলোচনা করছি, যেটা আপনার সব বন্ধুকে একসাথেই অ্যাড করে দিবে আপনার গ্রুপে। এটি শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এর জন্য। আমি নিজেও আমার সব বন্ধুকে ইনফেনেট এ এড করেছি একই পদ্ধতিতে।ইনফোনেট সর্ম্পকে হয়তো অনেকে জানেন। তবে যারা জানেন না, তাদের বলছি, দেশব্যাপী বিনামুল্যে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে ফেসবুক ভিত্তিক এই গ্রুফটি । আপনারা যেকোন জেলা থেকে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিতে পারেন।



গত ৪ মার্চের প্রথম আলোর ১৫ নং পেইজের কম্পিউটার প্রতিদিন পাতায় ইনফোনেট এর রিপোর্টটি দেখেও আপনারা ধারণা নিতে পারবেন।গ্রুপটিতে জয়েন করতে এখানে যান ।তাদের এই মহান উদ্যোগকে নিজের বন্ধুদের জানাতেই আমি আমার সকল বন্ধুকে ইনফোনেটে এড করলাম। ইনফোনেট এর অনেক বন্ধুরাই নিজেদের বন্ধুদের এই পদ্ধতিতে গ্রুফে যোগ করেছেন।



এ ছাড়া যারা ওডেস্ক এ কাজ করেন তারা বায়ারদের নির্দিষ্ট গ্রুফে বন্ধু এড করার কাজ পান। তাই এই পদ্ধতি সহজেই সব বন্ধুকে গ্রুফে এড করে দিতে পারবেন।



প্রথমে



এই সাইটটিতে যান



এখানে নিচের চিত্রের মত “Add All Friends To Facebook Group” নামে ব্লু কালারের একটি বাটন দেখবেন।



বাটনটির রাইট বাটনে ক্লিক করুন। এবার “bookmark this link” এ ক্লিক করুন।



আপনার এই বাটনটি বুকমার্ক হয়ে গেলো।



এই সাইটের কাজ শেষ।



এবারে আপনি যদি ইনফোনেট এ এড করতে চান তাহলে ইনফোনেট এ যান।



এবার নিচের চিত্রের মত মজিলাফায়ারফক্সের ডানপাশে বুকমার্ক্স নামে একটি বাটন পাবেন। সেখানে “to group” নামে এইমাত্র করা বুকমার্কটি পাবেন। নিচের চিত্র দেখুন।



“to group” বুকমার্কে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।



কি হচ্ছে?? জাদুর সব বন্ধু গ্রুফে এড হচ্ছে। খুবই ইনটেরেস্টিং একটি স্ক্রিফ্ট।



ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।



ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

সৈকত৪৯৪ বলেছেন: priote

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Onek oneeeek besi dhonnobad.
Onek kajer jara amra odesk e kaj kori.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.