![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দিন থেকে লেখালেখি থেকে বিচ্ছিন্ন। পড়াশুনা-পরীক্ষা আর ওডেস্কে কাজের চাপ থাকায় লিখা হয়নি। তা ছাড়া এই ব্লগ সাইটটিতে এটাই আমার প্রথম রেজিস্ট্রেশন এবং প্রথম পোস্ট। তাই আপনাদের ভালো লাগলেই লেখা চালিয়ে যাব। আমি মুলত একজন ওয়েব প্রোগ্রামার আর ফ্রিল্যান্সার। আমি আপনাদের ওডেস্ক, ফ্রিল্যান্সিং সহ মাকের্ট প্লেসে কাজ করার সফলতা আর ব্যর্থতার কারণ নিয়েই লিখবো। তাছাড়া আপনার জন্য থাকে সব পাওয়ার টিউটোরিয়াল। এতোদিন আমার সব টিউটোরিয়াল আমার ফেসবুক গ্রুফ https://www.facebook.com/groups/infonetbd/ এ লিখতাম। কিন্তু আমার মাত্র সাড়ে ছয় হাজার মেম্বার। সবার জন্য আজ থেকে টিউটোরিয়ালগুলো উমুক্ত করে দিতে এখন থেকে কিছু ব্লগ সাইট লিখব। তাছাড়া আমি একজন গল্পকার, সমসাময়িক বিষয় নিয়ে দুকলম লিখি। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের উতসাহই আমাদের অনুপ্রেরণা।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এদেশের আশির ভাগের উপর মুসলমান,
আমাদের হিন্দু ভাইদের প্রতি বলছি, আপনারা ইসলাম সর্ম্পকে না জেনে এর বিরোধিতা করবেন না,
আমাদের নবী করিম (স বিদায় হজ্জে বলে গেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আরেকটি কথা হলো ইসলামে বলা হয়েছে দেশে যদি কখনো শত্রুদের হাতে চলে যায়, তবে নিজে প্রাণ দিয়েও হলেও অন্যধর্মের লোকদের রক্ষা করতে হবে, তাদের যুদ্ধ যাওয়ার জন্য কোন প্রকার জোর প্রয়োগ করা যাবে না,
কিন্তু তবু্ও আমরা দেখি, বিভিন্ন জায়গায়, মন্দির, গির্জা, প্যাগোডা পোড়ানো হচ্ছে..
এটা কে করছে? যারা খাটি মুসলিম, এটা কখনোই তারা করবে না, এজন্য হয়তো হিন্দু বা অন্যধর্মাবলম্বি কিংবা যারা ইসলামকে পছন্দ করেন না, তারা ইসলামকেই দোষারোপ করে, আমি মুসলিম হয়ে নয়, নিরপেক্ষভাবে বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম, আপনি যদি সত্যিকার বুদ্ধিমান, জ্ঞানি ব্যক্তি হয়ে থাকেন তবে আপনি কোন ব্যক্তি বিশেষ কিংবা দলের উপর ক্ষুদ্ধ হয়ে ইসলামকে দোষারোপ করতে পারেন না। কিছুদিন আগে ক্লোজ-আপ ওয়ান তারকা-রন্টিদাস, একটা মুসলমান ছেলেকে বিয়ে করে তখন কিছু গোড়া হিন্দু যুবক তাকে অকথ্য ভাষায় গালাগাল করে,(নিচে ১নং লিংক)।
আমি উপরের কথাগুলো লিখার প্রধান কারণ হলো কিছু ইসলাম বিদ্বেষী তথা দেশাদ্রোহী ইসলামের নামে নানা রকম চটি পেইজ খুলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছেন।
কিছুদিন আগেও একটা পেইজকে রিপোর্ট করে বন্ধ করতে হলো, আজ আরেকটা পেইজ পেলাম,(নিচের(২নং) লিংকটি)
আমি জানি সকল হিন্দু ভাইয়েরা এই রকম নয়। বড় কথা হলো, আমরা একমায়ের(দেশের) সন্তান। আর সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ। কই আমি এখনো দেখলাম না, অন্যধর্মের কোন নেতাকে অবমাননা করে এ রকম পেইজ কোন মুসলমান খুলল, কারণ ইসলাম ধর্ম অন্যধর্মকে সম্মান করে।
তাই আসুন, ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে কিংবা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করতে আমরা এই পেইজটি সর্ম্পকে ফেসবুককে রিপোর্ট করি, যাতে পেইজটি অচিরেই বন্ধ করে দিয়ে এক ধর্মের প্রতি অন্যধর্মের রোষানল বন্ধ করে আমরা অন্যধর্মকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে একমায়ের বুক বসবাস করতে পারি।
কেউ রিপোর্ট করতে না জানলে নিচের (৩নং) লিংকটি দেখুন।
ফেসবুকে সবাই মিলে রিপোর্ট করলে খুব দ্রুত পেইজটি বন্ধ করে দেওয়া হবে।
1.https://www.facebook.com/w3cibrahim/posts/178426335650648
2.https://www.facebook.com/DharsaneraDesaBharata
3.https://www.facebook.com/w3cibrahim/posts/216123451880936
-----প্লিজ সবাই শেয়ার করে অন্যকেও রিপোর্ট করতে বলেন-----(3 no link theke)
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
পথের প্যাচালী বলেছেন: সেটা করতে পারে কিন্তু ইসলামকে দোষারোপ করে কিংবা ইসলামের নামে অপপ্রচার চালানো যাবে না.।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
অেসন বলেছেন: পেইজগুলি ভিন্নধর্মাবলম্বীদের তা নিশ্চিত হলেন কিভাবে ?
ভাই, কোন মুসলিম মেয়ে যদি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে সেটা কি আপনি বা আমাদের সমাজ ভালোভাবে গ্রহন করবে ? হিন্দুদের ক্ষেত্রে
সেটা ভেবে দেখেন না কেন ? তবে প্রতিক্রিয়ায় ভিন্নতা থাকতে পারে।
বাংলাদেশে ৮০ নয় ৯০ শতাংশ মুসলিম। বাংলাদেশে সাম্প্রদায়িক
দাঙ্গা হয় না, সাম্প্রদায়িক নির্যাতন হয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: ধর্মান্ধ মৌলবাদী মুসলিমদের দমনের জন্য হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারে।