![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই ছুটে চলেছি ছুতে আমার মনের আকাশ, রাঙ্গিয়ে দিতে হাজারো রং এ। আমাকে প্রকৃতি উদাসীন করে, ভাবিয়ে তুলে। সেন্ট মার্টিন এর আকাশে সূর্য যখন ডোবে, সাগরের জলে তার প্রতিফলন।কি অদ্ভুত সে সোনালী আমেজ। মন যেন কোথায় হারিয়ে যায়।কি এক অসীমের টানে সে তখন দেহ থেকে মুক্ত হয়। "আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো ৷" ( সুরা নূর, আয়াত ৩৫ এর অংশ)
সেই তিন মাস, তিনটি মাস
তুমি আমার পাশে ছিলে যখন
রৌদ্রজ্জল ছিলো আমার প্রতিটিক্ষণ
আমার কবিতার পাতায় পাতায় তোমার আনাগোনা
তোমার হাসিতে আঁকি আমার নতুন পথচলা।
এমন তিন মাস, ত্রিশটি বছর যেন
তোমার চাহনির সৌরভে আমি উন্মাতাল
তোমার স্বপ্নে প্রতিটি রাত, তোমার কথার ছন্দে সকাল।
পাশে থাকতে ছুয়ে যেতে আলতো করে
চলে গেলে আমার অন্তর জুড়ে তুলতে ঝড়।
সেই তিন মাস চলে গেছে কবে!
যেন তিন সহস্র বছর আগে
তোমাকে পেয়েছি নাকি হারিয়েছি তারো আগে।
আমার হারিয়ে যাওয়া ছন্দ, ধুলো পড়া কবিতার খাতা
তোমার একটি স্পর্শের ভিক্ষা মাগে।
তুমি আছো, আমার ক্যালেন্ডারের পেছনের পাতায়
তুমি রবে সামনের আনকোরা পাতাগুলোয়
আমি এগিয়ে চলি তোমার পানে, এক বুক স্বপ্ন পাখা মেলে
তুমি জানো কি এমন তিন মাস যার জীবনে এসেছে
তার সময় থেমে যায়, তার চির তারুণ্য?
বুড়িয়ে যাওয়া বলে কিছু তার অভিধানে আর নেই।
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪
ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সাধারণ ভাবনা, কিন্তু শব্দগুলো টলটলে পরিষ্কার। সুন্দর!