নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আকাশ

অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই।

ওয়াজাহাত

আমি আমার মতই ছুটে চলেছি ছুতে আমার মনের আকাশ, রাঙ্গিয়ে দিতে হাজারো রং এ। আমাকে প্রকৃতি উদাসীন করে, ভাবিয়ে তুলে। সেন্ট মার্টিন এর আকাশে সূর্য যখন ডোবে, সাগরের জলে তার প্রতিফলন।কি অদ্ভুত সে সোনালী আমেজ। মন যেন কোথায় হারিয়ে যায়।কি এক অসীমের টানে সে তখন দেহ থেকে মুক্ত হয়। "আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো ৷" ( সুরা নূর, আয়াত ৩৫ এর অংশ)

ওয়াজাহাত › বিস্তারিত পোস্টঃ

জীবন

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯

জীবন, কখনো তোকে পেয়ে যাই প্রাতের চায়ের চুমুকে
কখনো একাকী সাঁঝের বেলায় সকল অপ্রাপ্তির হতাশায় দেখি তোকে,
যখনই ভাবি আগামীর সূর্য, আমার আকাশে নতুন স্বপ্ন আঁকবে,
তখনই তুই ফেলে দিস নতুন কোন গোলকধাঁধায়,
তারপরেও তুই বাঁচিয়ে রাখিস এই শরীরটাকে
এ মন কি তবু বাঁচবে?
জীবন, তুই অতীতের সব ভুল, বর্তমানের আক্ষেপ,
হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে আবারো কাছে পাবার অভিপ্রায়।
বার বার কুড়ি বছরের আগের এক মায়াবী দুপুরে ফিরে যাবার আকুতি,
যেখানে আমার মা তরুণী, হাজারো স্বপ্নে আঁকা চোখ।
তোকে পাই ঝিঝি পোকার অবিরাম ডাকে
মিটি মিটি তারা জ্বলা রাতে, নি:সঙ্গ আধা চাঁদে।
সব সুখের আধার তুই, সত্য ও সুন্দরের উৎস
প্রিয়তমার অধরে হাসি, হৃদয়ে ভালোবাসার সমুদ্র।
তারপরেও একাকী আধা চাঁদ আকাশে নিয়ে
কোনো কোনো রাত আসে কেন এমন হাহাকার হয়ে?
যখন ইচ্ছে করে হৃদয়টা খুলে সমর্পিত করি তোকে,
আর তারা হয়ে জ্বলার তরে হারাই আকাশের বুকে, চিরতরে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল কবিতা।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭

ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: জীবনে অপ্রাপ্তিই থেকে যায় বেশি।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১২

ওয়াজাহাত বলেছেন: অপ্রাপ্তি আর প্রাপ্তির মিশ্রণই জীবন।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১

ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৭

ওয়াজাহাত বলেছেন: এই কবিতা অবশ্য আপনার ভালো লেগেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.