![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই ছুটে চলেছি ছুতে আমার মনের আকাশ, রাঙ্গিয়ে দিতে হাজারো রং এ। আমাকে প্রকৃতি উদাসীন করে, ভাবিয়ে তুলে। সেন্ট মার্টিন এর আকাশে সূর্য যখন ডোবে, সাগরের জলে তার প্রতিফলন।কি অদ্ভুত সে সোনালী আমেজ। মন যেন কোথায় হারিয়ে যায়।কি এক অসীমের টানে সে তখন দেহ থেকে মুক্ত হয়। "আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো ৷" ( সুরা নূর, আয়াত ৩৫ এর অংশ)
===================
জীবন এক দুর্বোধ্য কবিতা,
কে জেনেছে মানে তার,
চেনে নাই কেউ তার কবিকে!
কবিতার মর্ম তো জানে কবিই,
জীবনের সোনালী রোদ্দুরে পথ চলতে থাকা এক তরুণ
সমুদ্র তীরে একদিন অবসরে
যে কবিতায় আবেগে ভাসে
জীবনে পড়ন্ত বিকেল যার
সেই কবিতা তার কপালের ভাঁজ আরো গাঢ় করে।
এই যে দেখছো-
পাহাড়ের গায়ে আছড়ে পড়া বেখেয়ালি ব্যস্ত ঢেউ
তোমার কাছে হয়তো বেসুরো, রাগে উন্মাতাল,
আমি দেখি ভালোবাসায় সিক্ত করার স্নিগ্ধ অনুভূতি।
যেভাবেই লিখছো তুমি জীবনের সারমর্ম,
আড়ালে হেসে চলেছেন জীবন কবিতার কবি,
যাকে তুমি আজ অবধি চিনতে পারো নি।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ নিভৃতা।
২| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: অতি সাধারন কবিতা। তেজ নেই ধার নেই।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
ওয়াজাহাত বলেছেন: এর চেয়ে ভালো লেখার সাধ্য নেই যে!
৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খারাপ না। চলনসই।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ। আমি তাতেই খুশী।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
সত্য কথা
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ, ছবি।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
নেওয়াজ আলি বলেছেন: সহজ,সরল লেখনী।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ
৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এর চেয়ে ভালো লেখার সাধ্য নেই যে!
চেষ্টা তো করতে হবে।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮
ওয়াজাহাত বলেছেন: আচ্ছা ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
নিভৃতা বলেছেন: দারুণ লাগল।