নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আকাশ

অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই।

ওয়াজাহাত

আমি আমার মতই ছুটে চলেছি ছুতে আমার মনের আকাশ, রাঙ্গিয়ে দিতে হাজারো রং এ। আমাকে প্রকৃতি উদাসীন করে, ভাবিয়ে তুলে। সেন্ট মার্টিন এর আকাশে সূর্য যখন ডোবে, সাগরের জলে তার প্রতিফলন।কি অদ্ভুত সে সোনালী আমেজ। মন যেন কোথায় হারিয়ে যায়।কি এক অসীমের টানে সে তখন দেহ থেকে মুক্ত হয়। "আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো ৷" ( সুরা নূর, আয়াত ৩৫ এর অংশ)

ওয়াজাহাত › বিস্তারিত পোস্টঃ

আমাদের সময়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

আমাদের অর্থহীন এই ছুটোছুটি 
পৃথিবী নামক গ্রহে ইট পাথরের আবাস,
আমাদের নক্ষত্রকে ঘিরে কয়েক ডজন
আবর্তনের ফাঁকেই, এক জীবনের অবসান।

শত শত বিলিয়ন গ্যালাক্সির রহস্যের মহাকাশে,
আমাদের প্রাচীন পৃথিবী, তুমি আমি ক্ষণিকের তরে
এখানে বেধেছি মায়ার জাল।

বিশাল মরুতে এক বিন্দু বালুকণা অস্তিত্ব তোমার আমার,
আমাদের সময়টুকু ও সেই বালুকণার মতো
বা তারচেয়েও ঢের কম।

অর্থহীন ছুটে চলি, জানি সময় ফুরোবে একদিন।
জানি আমাদের গল্পের পরেও, 
পৃথিবী অদ্ভুত এক নেশার টানে তার ঘূর্ণন থামাবে না।

আমি তুমি থেমে যাবো, কোন এক অজানা জগতে
নতুন করে ভালোবাসার মায়াজালে জড়াবো।
সেই জগত, সেই অস্তিত্ব ক্ষুদ্র হোক ক্ষতি নেই,
সময় যেনো হয় অফুরন্ত, তোমার আমার সময়।
আমাদের অস্তিত্বের অর্থ খুজে পাবার সময়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার সৃষ্টি,

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

ওয়াজাহাত বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

ওয়াজাহাত বলেছেন: যাক আপনার এটা ভালো লাগলো।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সময় স্তব্দ হোক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৩

ওয়াজাহাত বলেছেন: স্তব্ধ কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.