![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই ছুটে চলেছি ছুতে আমার মনের আকাশ, রাঙ্গিয়ে দিতে হাজারো রং এ। আমাকে প্রকৃতি উদাসীন করে, ভাবিয়ে তুলে। সেন্ট মার্টিন এর আকাশে সূর্য যখন ডোবে, সাগরের জলে তার প্রতিফলন।কি অদ্ভুত সে সোনালী আমেজ। মন যেন কোথায় হারিয়ে যায়।কি এক অসীমের টানে সে তখন দেহ থেকে মুক্ত হয়। "আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীর আলো ৷" ( সুরা নূর, আয়াত ৩৫ এর অংশ)
ফেব্রুয়ারি এলেই চোখে ভাসে একদল স্বপ্নবাজ যুবকের রক্তে রাঙা রাজপথ,
ফাল্গুনের আগুন ঝরা দিনে, তাদের হৃদয়ে জ্বেলেছিল কে আগুন?
যে আগুনে ভষ্ম হলো "ক্ষ্যাপা বুনোদের" ছোড়া প্রতিটি বুলেট,
পাগলাটে ছেলেদের রক্তের প্রতিটি ফোটা
সেদিন বাংলার মানুষকে জানান দেয়,
সময় এসেছে এবার বাংলায় কবিতা লেখার
যে কবিতায় থাকবে সংগ্রাম আর ত্যাগের ইতিহাস,
যে কবিতায় থাকবে স্বাধীনতার আভাস,
এবার সময় হলো আকাশ বাতাস মাতুক বাংলা গানে,
যে গানের সুরে রক্তে বাজবে মুক্তির অনুরনন,
যে গানের কথায় আজকের কিশোর হবে একেকটা বারুদ,
মায়ের ভাষায় একেকটি গান যেন যুদ্ধ জয়ের অস্ত্র
একেকটি কবিতা মুক্তিকামী জনতার আন্দোলনের ভাষা।
সেদিন ফাল্গুনের দিনে কৃষ্ণচূড়ার রঙে রাজপথ রাঙিয়ে
সালাম বরকত রফিক জব্বার যায়নি তো হারিয়ে,
রয়েছে তারা, রবে তারা মিশে
প্রতিটি বাংলা গানে, গল্পে, কবিতায়,
বাঙালীর রন্ধ্রে রন্ধ্রে, অনুভবে, জীবনের প্রতিটি পাতায়।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৯
ওয়াজাহাত বলেছেন:
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
ওয়াজাহাত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৫
নেওয়াজ আলি বলেছেন: ভাষা তোমাকে ভালোবাসা ।