নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন আইটি প্রফেশনাল, তাই অনলাইন বিষয়ক সকল কিছুই ভালো লাগে। পাশা পাশি ভিবিন্ন ব্যবসা নিয়ে ভাবতে ভালো লাগে। ইলেকট্রিক্যাল ব্যবসাও করি। www.mahaditrade.com

ওয়ানটেড ভাইরাস

আমি ব্লগ বানাতে এবং কমেন্ট করতে ভালবাসি। আমি সকল প্রকার দুষ্টামি করতে পছন্দ করি।

ওয়ানটেড ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

অল্প টাকায় ব্যবসা করতে পারেন A small business can make money

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়, তাদের জন্য আমার কিছু অল্প টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে, (আমি চাকুরির পাশা পাশি করি) ---- তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।



আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - ইলেকট্রিক + ইলেকট্রনিক্স এর ব্যবসা।

-> যেমন -> টর্চ লাইট, চার্জ লাইট, চার্জার ফ্যান, এমপ্লিফায়ার সার্কিট, সুপারগ্লু, সিলিং ফ্যান এর ক্যাপাসিটোর, ভলিয়ম সার্কিট, LED লাইট, মোটর সাইকেলের বেয়ারিং, সিলিং ফ্যানের বেয়ারিং, সুইচ, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, মিনি IPS ইত্যাদি ->
---------------------------------------------------------------------------------



এই দরনের প্রোডাক্ট এর কেনা দাম এর চেয়ে প্রায় ২ -৩ গুন বেশি দামে বিক্রি করা যায়। প্রথমে আপনার আত্মীয় স্বজন দের কাছে বিক্রি করা শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার এলাকায়, তার পরে বিভিন্ন দোকানে বিক্রি শুরু করতে পারেন। এতে আপনার ও ভালো কিছু ইনকাম হবে।



আমাদের দেশে যে হারে লোড শেডিং হচ্ছে, বার বার কারেন্ট আসার কারনে অতিরিক্ত হাই ভোল্টেজ হচ্ছে এতে করে আমাদের ইলেকট্রিক ডিভাইস গুলোর অনেক ক্ষতি হচ্ছে, এর হাত থেকে বাচতে হলে আমাদের এই ডিভাইস গুলোর সুরক্ষার জন্য Voltage Stabilizer ব্যবহার করা অতি গুরুত্ব পুর্ন।

তাই আপনার আত্মীয় স্বজন দের কাছে এই Voltage Stabilizer বিক্রি করতে পারেন। ভালো ইনকাম করতে পারেন।


আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - সাইকেল এর মোটর সেটআপের এর ব্যবসা।



অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন সাইকেলে মটর লাগানোর দুম পরে গেছে। এখন অনেকেই কম খরছে তার বাই সাইকেল কে ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করে ফেলছেন।



এতে করে চলা ফেরায় অনেক সুবিধা হচ্ছে, এই মটোর সেটাপের জন্য একটি মটর + ব্যাটারি লাগালেই কাজ শেষ, সেটাপ ও সহজ, একবার চার্জ দিলে চলেও ৪০-৫০ কিলোমিটার। চার্জ খরচ ও অনেক কম, মাত্র ৫-১০ টাকা।




আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - রিক্সা এর মোটর সেটআপের এর ব্যবসা।



নরমাল রিক্সা গুলোতে এখন ইলেকট্রিক মোটর লাগানোর ব্যাবসাও হচ্ছে, সহজেই সেট আপ করতে পারেন এই মোটর।



এছারা রিক্সার বিভিন্ন লাইট, টিট হর্ন, মিউজিক হর্ন, লেচু লাইট, মিউজিক লাইট, ব্যাটারি, পিনিয়াম, চার্জার, মোটর ইত্যাদি বিক্রি করতে পারেন, লাভ ভালোই।

এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে, একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা, আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতদূর পারি সাহায্য করবো।


মেহেদি- ০১৯৭৭৮৮৬৬৬০, ফেইজবুকে আম

ওয়েব সাইটে আমি



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

জহির উদদীন বলেছেন: ভাল পোষ্ট করেছেন.... হয়তো অনেকের উপকারে আসবে...ধন্যবাদ

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

ওয়ানটেড ভাইরাস বলেছেন: ধন্যবাদ, আরও অনেক কিছুই আছে, সময়ের অভাবে লেখা যায় না

২| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

নাবিক সিনবাদ বলেছেন: পিলাচ+++

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

ওয়ানটেড ভাইরাস বলেছেন: (Y)

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

মেজদা বলেছেন: আইডিয়াটা সুন্দর। উৎসাহজনক

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

ওয়ানটেড ভাইরাস বলেছেন: ধন্যবাদ স্যার

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

ভূতের কেচ্ছা বলেছেন:

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫

ওয়ানটেড ভাইরাস বলেছেন: ভূতের কেচ্ছা বলেছেন: শুধু পিকচার দিলে কি বুঝব, বুঝতেছিনা, একটু বলেন -----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.