নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে যখন যেমন...।

ওয়ারা করিম

ওয়ারা করিম › বিস্তারিত পোস্টঃ

আক্কেল দাঁত নিয়ে দূর্ভোগ

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৬

পাঁচ বছর আগের কথা – দাঁতে এমন যন্ত্রনা যে দুনিয়া উথাল-পাথাল মনে হচ্ছিল। গেলাম ডাক্তারের কাছে, তিনি জানালেন যে আমার নিচের আক্কেল দাঁতগুলো সোজা হয়ে না উঠে সাইডে হেলে উঠছে, মানে কাত হয়ে। ডাক্তারী ভাষায় এদের বলে, impacted wisdom tooth। দু’জনকে এই দাঁত উঠাতে গিয়ে যেই যন্ত্রনা ভোগ করতে দেখেছি তাতে মনে মনে বলেছি, আমি বাবা এর মধ্যে নাই! পুরো মুখ ফুলে বেলুনের আকার ধারণ করে, অনেকে এক সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকেন। এমনিতেই স্বাভাবিকভাবে আক্কেল দাঁত উঠলেও যথেষ্ঠ যন্ত্রনা হয় – আমাদের যাদের আক্কেল দাঁত উঠেছে তাদের বেশিরভাগেরই এই তথ্য জানা।



যাই হোক পাঁচ বছর অপেক্ষা করে কোন লাভই হলো না। কালকে দাঁত দুটো ডাক্তার তুলে ফেললেন। আমেরিকাতে দেখলাম মুখের অপারেশনগুলো করে থাকে ওরাল সার্জনরা, সাধারণ ডেন্টিস্টেরা ক্লিনিং, ফিলিং, রুট ক্যানেলিং বা এই ধরণের কাজগুলো শুধু করে থাকে।



এখানে impacted wisdom tooth তোলার জন্য সাধারণত জেনারেল এনেস্থেসিয়া ব্যবহার করে থাকে সার্জনরা – এতে রুগীর কষ্ট কম হয় আর সে ভয়াবহ কিছু দৃশ্য দেখা থেকেও মুক্তি পায়। জ্ঞান হারাতে ১০ সেকেন্ডও সময় লাগেনি। এর পর কি হলো কিছুই মনে নেই। এনেস্থেসিয়া দেয়ার আগে আমাকে লাফিং গ্যাস দেয়া হলো শরীরের মাস্‌ল স্বাভাবিক করতে। এই গ্যাসের কারণেই কিনা জানিনা জ্ঞান ফেরার পর ছ’ঘন্টা বিনা কারণে কিছুক্ষন পর পর হাসি পাচ্ছিলো। হাস্যকর ব্যপার!



মুখের দু’পাশে সেলাই দেবার পরও যে পরিমাণ রক্ত জমা হতে থাকে অপারেশনের কিছুক্ষন পরপর তাতে ভয় ছাড়া অন্য কিছু মনে আসে না। কেউ চাইলে ইউটিউবে impacted wisdom tooth কিভাবে তোলা হয় তার ভিডিও দেখতে পারেন। হাতুরী দিয়ে দাঁত তুলতে হয় – দাঁতগুলো এমনই বেকায়দাভাবে জন্ম নেয় মুখের ভিতর। কিন্তু কারও অদূর ভবিষ্যতে এমন কোন সার্জারী করাবার পরিকল্পনা থাকলে ভিডিও না দেখাই ভাল – এতে মনের জোর কমে যায়।



সবার আক্কেল দাঁত এমন ভয়াবহ সমস্যা করেনা কিন্তু আবার অনেকেরই এই সমস্যার ভিতর দিয়ে যেতে হয়। মুখের ভিতর যথেষ্ঠ জায়গা না থাকবার কারণে শেষের এই দাঁতগুলো সোজা হয়ে না উঠে কাত হয়ে উঠে এবং দাঁতের বেশির ভাগ অংশই চোয়ালের হাড়ের ভিতর রয়ে যায়। কিছুদিন পরপর ব্যথা উঠা ছাড়াও এমন দাঁত থেকে ভবিষ্যতে মুখের অন্য নানা রকমের সমস্যা হতে পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৩

রাতমজুর বলেছেন: আমি এখোনো বে-আক্কেল :( আক্কেল দাঁত নাই।

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০২

ওয়ারা করিম বলেছেন: আমার মত এমন উদ্ভট ধরণের আক্কেল দাঁত উঠার চাইতে দাঁত না উঠাই ভাল :) আমিও এখন অর্ধ বে-আক্কেল - কালকে অর্ধেক আক্কেল হারিয়েছি।

২| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

বৃহস্পতি বলেছেন: কয়েকদিন আগে আমারও আক্কেল দাঁত ফেলে দিলো ডাক্তার সাহেব।আপনি যেভাবে বললেন সেইরকম বাঁকাভাবেই আমারটা উঠছিলো কিন্তু আশ্চর্যজনকভাবে কোন ব্যাথা অনুভব করি নাই।কিন্তু কিছু সমস্যা হতো।তাই ডাক্তার সাহেব ফেলেই দিলেন।কিন্তু জেনারেল এর বদলে লোকাল এনেস্থেসিয়া দিয়ে।তাই পুরা কাজটা স্বচক্ষে দেখেছি।

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

ওয়ারা করিম বলেছেন: সেলাই দিতে হয়েছিল? এখানেও অনেক সময় একটা দাঁত তুললে লোকাল এনেস্থেসিয়া দেয়। আমার অনেকগুলো সেলাই পড়েছে তাই হয়তো আরও দিয়েছে। আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম - হাত পা কাঁপছিলো পুরো! আপনার ভাই অনেক সাহস।

৩| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৯

রাতমজুর বলেছেন: =p~ =p~ =p~ জবাব মজার হইছে :)

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩

ওয়ারা করিম বলেছেন: :) অনেক ধন্যবাদ!

৪| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩

শয়তান বলেছেন: পুরাতন ব্যাথাযুক্ত স্মৃতি মনে করায়া দিলেন । আউচ :((

১৪ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:২১

ওয়ারা করিম বলেছেন: আমি তো এখনও ব্যথা হতে মুক্ত হতে পারলাম না। কাদঁবেন না, আমার চাইতে এখন আপনার অবস্থা অনেক অনেক ভাল :-)

৫| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৭

নতুনছেলে বলেছেন: আমার গুলো মনে হয় টিক মতই উঠছে। এখনো পুরাপুরি উঠে নাই তাই মাঝে মাঝে ব্যাথা হয় ।
আর আপনার হাসির কথা শুইনা আমারো হাসি পাচ্ছে ,হাসি ছোঁয়াচে রোগ তো!!

১৪ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:২৩

ওয়ারা করিম বলেছেন: হাঃ হাঃ আমি ঠিকমত হাসতেও পারছি না, মুখের সেলাইয়ে টান লাগে। আপনি বরং আমার হয়ে আরেকটু হাসেন :)

৬| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৭

বৃহস্পতি বলেছেন: আপু শুধু সেলাই এর কথা বলছেন।আমারটা এমনভাবে উঠছিলো যে শেষপর্যন্ত BONE কেটে বের করছে।

১৪ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:২৪

ওয়ারা করিম বলেছেন: খোদা! আমারও বেশিরভাগটুকু হাড়ের ভিতরে ছিল। আল্লাহ্‌ মালুম কালকে আমার বোন কেটেছে কিনা। সাহস হয় নাই জিজ্ঞেস করতে। অনেক কষ্ট পেয়েছিলে নিশ্চয়ই।

৭| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৮

নীল ভোমরা বলেছেন:
আমার এখনও আক্কেল (!) হয়নি। দাঁতের স্কেলিং করতে গিয়ে ডেন্টিস এডভাইস করলেন দাঁতের এক্সরে করতে... করলাম দাঁতের প্যানারমিক এক্সরে। যা ভাবা গেছে তাই... উইসডম টিথ ৪৫ ডিগ্রি এ্যঙ্গেলে.... ওটা নাকি অপারেশন করে অপসারণ করতে হবে! অপারেশন করার আর সাহস হলোনা...ওয়েট করছি, দেখি আক্কেল হয় কিনা!

১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:৫৯

ওয়ারা করিম বলেছেন: মনে হচ্ছে আমারগুলোর মত অবস্থা। ৪৫ ডিগ্রী থেকে এগুলো আর ৯০ ডিগ্রী হবে না। আমি পাঁচ বছর অপেক্ষা করেছিলাম কিছু হয়নি। অপারেশন না করালে পাশের দাঁতগুলো পরে ক্ষতিগ্রস্থ হবে :-)

৮| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০১

ফজলুল করিম বলেছেন:
সব অভিজ্ঞ পাইলট যেমন কে কতো ঘন্টা ফ্লাই করলো তা আলোচনা করে,
সব ডাক্তারও মনে হয় কে কয়টা দাত তুলতে পারলো তা নিয়ে গর্ব বোধ করে........... :P

আমার এক দাত রূট কেনেল করে ক্যাপ পরানো। এ কাজের সময় আমার ডাক্তার প্রাণ পণ চেষ্টা করালো আমার নিচের মাড়ীর ২ পাশের ২ দাত তুলে ফেলার জন্য। আমি রাজী হয়নি এবং আজ তা ৬ বছর হয়ে গেলো।

দাত থাকতে দাতের মর্যাদা দিতে হয় :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৭

ওয়ারা করিম বলেছেন: :) পুরনো এবং সত্যি কথা। নাহলে তাদের নামে এই কথা কি করে মানুষের মুখে মুখে ঘুরে ফিরে? ডেন্টিস্টদের আসলেই হয়তো দাঁত দেখলে দাঁত তুলে ফেলতে ইচ্ছে করে। এতে তাদের লাভ হয়, তাদের লাভ হচ্ছে অনেকেই কিছুদিন পর তাদের কাছে ফিরে যায় ফেলে দেয়া দাঁতের জায়গায় নতুন দাঁত লাগাবার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.