নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে যা আসে তাই লিখি।

জনগন ক্ষমতার বলির পাঁঠা।

ওয়্যারউলফ

আমার জ্ঞান খুব্‌ই সীমিত। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নিজের মনের কথাটা অকপটে বলার স্বাধীনতাটা র সুযোগ নিতে চাই।হউক না তা অপাঠ্য।

ওয়্যারউলফ › বিস্তারিত পোস্টঃ

ভেজালের রাজত্বে নির্ভেজাল পহেলা বৈশাখ ।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২১

একসময় ঢাকাবাসী অতিশয় ক্ষূদ্র দুটি পতঙ মশা ও মাছি দ্ধারা নাকাল হতো।এখন মশা-মাছি তেমন এখটা দেখা যায় না। মনে হয় ভেজাল আর ফরমালিনের কারনে মানুষের রক্ত আর খাবারে এতটাই বিষাক্ত যে তা মশা-মাছির জন্যও তা লাইফ রিস্ক।

আমাদের শাক-সবজি ফল-মূলে ফরমালিন। মাছে ফরমালিন।তাজা মাছের কেজি যদি ২০০ টাকা হয় পঁচা মাছের কেজি ৪০০ টাকা তাও পাওয়া যাবে না।সারাদিন সারা ঢাকা শহর চষে বেড়ালেও এক ছটাক পঁচা মাছ পাওয়া যাবেনা।অবলা প্রানী মুরগী-গরু-ছাগলকে পর্যন্ত তাড়তাড়ি বড় করার জন্য মাংসের পরিমান বাড়নোর জন্য বিষাক্ত ক্যমিকেল মেশানো খাবার খাওয়াচ্ছে ।

ভেজালের রাজত্ব চারিদিকে।

গনতন্ত্রে ভেজাল নির্বাচনে ভেজাল,সরকারে ভেজাল,বিরোধী দলে ভেজাল,জন্ম-তারিখ নিয়ে ভেজাল।

জীবন বাঁচানোর জন্য ওষুধ খেয়ে মরতে হয় মরার জন্য বিষ খেয়ে মরা যায় না। বিষেও ভেজাল।

নির্ভেজাল শুধু একটি দিন।অমলিন হাসির দিন।

বাঙালির হৃদয়ের দিন।ঐতিহ্যের দিন। নিজেদের দিন।

নিজেকে আবিস্কারের দিন।কলুষতা মুক্ত একটি দিন।

বাঙালির সবচেয়ে বড় উৎসবের দিন।বাংলা নব-বর্ষ।

পহেলা বৈশাখ।প্রানখোলা হাসির দিন।

পহেলা বৈশাখ । মনে করিয়ে দেয় ।

"এক দিন বাঙালি ছিলাম রে" ।



( সবার জন্য কয়েক আলোক বর্ষের নববর্ষের শুভেচ্ছা )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.