নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে যা আসে তাই লিখি।

জনগন ক্ষমতার বলির পাঁঠা।

ওয়্যারউলফ

আমার জ্ঞান খুব্‌ই সীমিত। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নিজের মনের কথাটা অকপটে বলার স্বাধীনতাটা র সুযোগ নিতে চাই।হউক না তা অপাঠ্য।

ওয়্যারউলফ › বিস্তারিত পোস্টঃ

ডাকাত ছেড়ে দেওয়ার দাবীতে খুলনায় পরিবহন ধর্মঘট!!!

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:১২

খুলনায় পরিবহন ধর্মঘট চলছে। কারন হলো কয়েকদিন আগে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে ,যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসের হেলপার ,সুপারভাইজার ও ড্রাইভারকে গ্রেফতার করেছে ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে। এখন খুলনার ঐ রুটের বাস চলাচল বন্ধ। শ্রমিক সংগঠনের দাবী অভিযুক্তদের ছেড়ে দিতে হবে ।
প্রশ্ন হলো এত সাহস তারা পায় কোথায় ? দুর্ঘটনা ঘটালে তাদের গ্রেফতার করা যাবে না। ডাকাতি -খুন-জখম রাহজানি যাই কিছু করুক তাদের কিছুই করা যাবে না!! তারা অপ্রতিরোধ্য, তারা অজেয় ।
আসলে তারা অজেয় নয়। অজেয় শক্তি তাদের পিছনে সর্বত্র বিরাজমান। তাদের নাম রাজনীতীবিদ । যাদের প্রশ্রয় ছাড়া এ ধরনের ধর্মঘট অসম্ভব।
এই সব শ্রমিক সংগঠন কোনও আম জনতার সংগঠন নয় তারা "স্পেশাল জনতা"। এসব শ্রমিক সংগঠনের নেতারা কেউ শ্রমিক নয় এনারা কোটিপতি ভদ্দরনোক!!তবুও তারা শ্রমিক নেতা। এদের আয়ের একমাত্র উৎস চাঁদাবাজি।পুঁজি হলো রাজনীতি।

ডাকাতির কবলে পড়ে সব হারালো যারা, তাদের নাম"পাবলিক"। ডাকাত গ্রেফতারে প্রতিবাদে ধর্মঘট ডাকার কারনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও "পাবলিক"।
হায়রে পাবলিক , তোমরা নাকি ক্ষমতার উৎস !!
আশা করি সরকার এদের এই "মামার বাড়ীর আবদারের " কাছে নতি স্বীকার করবে না।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.