![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জ্ঞান খুব্ই সীমিত। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নিজের মনের কথাটা অকপটে বলার স্বাধীনতাটা র সুযোগ নিতে চাই।হউক না তা অপাঠ্য।
বাচ্চাটার নাম আদিব। বয়স মাত্র ১২। জন্মের দুই বছর পর থেকেই তার মা-বাবা টের পায় তাদের ছেলের কিছু অস্বাভাবিকতা।ডাক্তার জানায় তার রক্ত কনিকার পরিমান কমে গেছে । রক্ত দিতে হবে। রোগের নাম এমোফেলিয়া ।তারপর থেকে চলে ছেলেকে বাঁচানোর যুদ্ধ। মধ্যবিত্ত নামের এই সল্প বিত্তের পরিবারটি গত দশটি বছর ছেলের নিয়তির সাথে যুদ্ধ করছে। কিছুতেই কিছু হলো না। তবুও আশা ছাড়ে না মা বাবা।
সিদ্ধান্ত হলো ভারত গিয়ে চিকিৎসা করাবে। যথারীতি ভিসারও ব্যবস্থা হলো। কিন্তু চিকিৎসার জন্য টাকা ? সেটাতো জোগাড় হলো না। মা-বাবা দুজনেই একবার এর কাছে একবার ওর কাছে ছুটে চলছে। ছুটাছুটিই সার। মেলেনি কিছুই। শুন্য হাত শুন্য বুক তবুও আশায় বুক বাঁধা ।
চিকিৎসার অভাবে আদিব কি চলে যাবে না ফেরার দেশে ??
কেউ কি আছেন আদিবকে সাহায্য করার জন্য ?
আসুন না আমরা সবাই মিলে আদিবকে বাঁচানোর চেষ্টা করি ।
আদিব বর্তমানে ঢাকাতে তার নানার বাসায় আছে । তার বাবার নাম মহসিন । নানার নাম মোস্তাফিজুর রহমান। ঠিকানা- ক/২১২/১/এ,খিলক্ষেত,নামাপাড়া, ঢাকা।
যদি কেউ সাহয্য করতে চান , সরাসরি এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।
আশা করি আমাদের ব্লগাররা ,সামু কতৃপক্ষ বা সমাজের কোন বিত্তশালি ব্যক্তি যার যার মত করে এই ছেলেটিকে বাঁচানোর জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন।
আদিবের বাবার মোবাইল নাম্বার-০১৬৮১৯৬১১৩৬ ।
উল্লেখ্য আদিবের মা-বাবার অনুমতি ছাড়াই আমি তাদের জন্য সাহায্যের অনুরোধ জানিয়েছি। তাই কেউ যদি সাহায়্যের হাত বাড়ান সরাসরি ঠিকানায় যোগাযোগ করবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬
খায়রুল আহসান বলেছেন: এরকম একটা মানবিক আবেদন সম্বলিত পোস্ট এতদিন ধরে মন্তব্যহীন!
জানিনা, আদিবের শেষ পর্যন্ত কি হয়েছে, তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ আবেদনটুকু সামু'র ব্লগারদের নিকট পৌঁছে দেবার জন্য, তাতে তেমন কোন কাজ হোক, আর নাই হোক।
আপনি আমার একটা লেখায় আজ প্রথম বারের মত মন্তব্য করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা! আপনাকেও ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, স্বচ্ছন্দ হোক, দীর্ঘ ও ফলপ্রসূ হোক!