![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে অনেক প্রকৃতির মানুষ দেখেছি । তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার চেষ্ঠা করি । জীবনে স্বার্থক হবার জন্য মানুষের জীবন থেকে শিক্ষা নেয়াটাই ভালো । ভুল ত্রুটি এরিয়ে চলাটা সহজ হয় ....
মানুষ বলে ভালোবাসা খুব বাজে । অনেক অশান্তি সৃষ্ঠি করে । অনেক কে দেখেছিও চোখের সামনে এই জিনিস টার কারনে ভেঙ্গে যেতে । কিন্তু আমি এবং আমার ভালোবাসার মানুষ টি কখনো ভাঙ্গি নি । সাহায্যহীন ভাবে কাটিয়েছি অনেক গুলো দিন । আমাদের সাহায্য করার মতন কেউ ছিলো না । কিন্তু না ! ভালো যখন বেসেছি ছেড়ে দেয়ার কথা চিন্তা করব না । একজন লোক বলেছেন "There is no such thing as helplessness. It's just another word for giving up " কথাটা সত্য । আজ আবারো অনেক আশাহত মনে হচ্ছে নিজেকে । মেয়েটাকে অনেক ভালোবাসি । আবেগের বেশে বলব না "তোমাকে ছাড়া বাচব না , আমি মরে যাব " । কিন্তু বলব তোমাকে ছাড়া থাকতে কষ্ঠ হবে অনেক ।ভাগ্য খোদা তায়ালা লিখে রাখেন । লেখা থাকলে ইনশাল্লাহ এক ই থাকব আমরা ।
অনেক বার ই আমাদের অনেক বিপদের মদ্ধ্যে দিয়ে যেতে হয়েছে তার পরো আমরা টিকে আছি । পরিবারের কেউ ই মেনে নিবে না আমাদের । কিন্তু সময় অনেক আছে হাতে । ভাগ্যে থাকলে পরিবার না কেউ ই পারবে নাহ আলাদা রাখতে ।
কিন্তু , আমার জন্য তুমি তোমার পরিবারের কাছে অনেক কষ্ঠ সহ্য করেছ । পৃথিবীতে সবকিছুই সহ্য হয় । কিন্তু যখন একদিন তুমি কেদে কেদে বলেছিলে " তুমি আমার সাথে থেকো , আমার যত কষ্ঠ হোক আমি সহ্য করে নেব , তারপরো যদি আমরা এক হতে পারি তাহলে আমি কোনদিন ও এই কষ্ঠ গুলোর কথা মনে রাখব না " আমার জীবনের কষ্ঠ দায়ক মূহুর্ত গুলোর একটি ছিলো এটি । কেদে কেদে যখন আপনার ভালোবাসার মানুষ টি আপনাকে এই কথাটা বলবে তখন বুঝতে পারবেন জীবনটা কত কষ্ঠের । বলেছিলাম আল্লাহ বাচিয়ে রাখলে ইনশাল্লাহ আমি তোমার সাথে সারাজীবন থাকব । তোমার সাথে কখন বিশ্বাসঘাতকতা করব না । তোমার চোখের পানির দাম টা রাখব আমি । তোমাকে আর কখন কাদতে হবে না ।
কিন্তু গতকাল যে আবার তোমায় কাদতে হল ? এর জন্য আমি দায়ি ? আমার ভালবাসা কি ব্যার্থ ?
আশায় থাকি সবসময় তোমার ফোন থেকে একটা কল আসবে আর আমার মুখে হাসি টা ফুটবে । আল্লাহ ই যানে কত দিন এই হাসি থেকে বিচ্ছিন্ন থাকতে হবে আমাকে ।
রাতেও তাহাজ্জুত এর নামাজ পরে দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে সুস্থ্য রাখে । কোন কষ্ঠ যেন না আসে তোমার জীবনে ।
আমি আছি আমি থাকব ।
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
ওয়াসিক বলেছেন: ধন্যবাদ আপু । আপনার কথাটা শুনে ভালো লাগল । দোয়া রাখবেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
ডরোথী সুমী বলেছেন: অনেক কষ্টে আছেন আপনারা। দেখেন ধৈর্য্য কতদিন ধরে রাখতে পারেন। পাশে যেহেতু কেউ নেই উৎসাহ দেয়ার তাই দুজন দুজনকে সাহস যোগাতে থাকুন। আশা করি যেটা হবে ভালই হবে আপনাদের জন্য। অনেক শুভ কামনা।