![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে যুবক!
তুমি বাঙালি হও
কিংবা ইন্ডিয়ান,
কিবা জার্মানি
জাপানি কিংবা চাইনিজ
রাশিয়ান।
স্প্যানিস ডেনিশ
ফরাসি কিংবা বৃটিশ
এমেরিকান,
আরবী আজমী ইরানি তুরানি তুর্কি বা আফগান..
মুসলমান- মুসলমান-
তুমি তো মুসলমান।
তুমি সাদা হও
কিবা কালো হও দেখ
রক্ত তোমার লাল
সুখী হও কিবা দুখি হও
রেখো ঈমান
নির্ভেজাল।
কাছে রও
কিবা দূরে রও তবু
কাবাই তোমার ঘর,
শ্লোগানে তোমার
কেঁপে ওঠে আজো পৃথিবীটা থরথর।
মৃত্যু তোমায় জানায়
সালাম,
দূরে থাকে শয়তান।
মুসলমান- মুসলমান-
তুমি তো মুসলমান।
হতে পারো তুমি প্রাচ্যের
কিবা হতে পারো প্রতীচির
হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির।
যদি শুনে থাকো কোথাও
কখনো মাজলুমানের
ডাক
গৃহ পরিবার
প্রেয়সী বন্ধু পড়ে থাক
পড়ে থাক।
ছুটে যাও আগে দুর্বার
বেগে জিহাদের ময়দান
মুসলমান-
মুসলমান-
তুমি তো মুসলমান।
রক্তে তোমার
যদি জ্বলে থাকে শাহাদাতের
আগুন
লাখো শহিদের খুন
রাঙা পথে ঢালো কলিজার
খুন।
চেয়ে দেখো আজ
এসেছে আবার দিন
বদলের দিন
নয়া জামানার
মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন।
ছিঁড়ে ফেলো সব মায়ার
বাঁধন জীবনের
পিছুটান
মুসলমান- মুসলমান-
তুমি তো মুসলমান।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৮
আল্লাহর রাস্তায় ডাকনেওয়ালা বলেছেন: Right .