![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৫. প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর
গ. ২১ ফেব্রুয়ারি ঘ. ১৪ ফেব্রুয়ারি।
উত্তর: গ. ২১ ফেব্রুয়ারি।
১৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’-গানটি লিখেছেন-
ক. লুৎফর রহমান রিটন
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. হুমায়ুন আজাদ।
উত্তর: খ. আবদুল গাফ্ফার চৌধুরী।
১৭. আমাদের মায়ের মুখের ভাষাটির নাম কী?
ক. বাংলা ভাষা খ. ইংরেজি ভাষা
গ. আরবি ভাষা ঘ. সংস্কৃত ভাষা।
উত্তর: ক. বাংলা ভাষা।
১৮. ‘আমার ভাইয়ের রক্তে লেখা’— গানটির নাম কী?
ক. বর্ষার গান খ. বসন্তের গান
গ. মে দিনের গান
ঘ. ফেব্রুয়ারির গান।
উত্তর: ঘ. ফেব্রুয়ারির গান।
১৯. ‘মুগ্ধ’ শব্দের যুক্তবর্ণটি কী কী শব্দ যোগে গঠিত?
ক. গ+গ খ. গ+ধ গ. ঘ=দ ঘ. ক+ধ
উত্তর: খ. গ+ধ।
২০. বাংলা আমার মায়ের—।
ক. গান খ. প্রাণ গ. ভাষা ঘ. কথা
উত্তর: গ. ভাষা।
প্রশ্ন: প্রদত্ত যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো।
গ্ধ, স্ব, দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম
উত্তর: প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ
গ্ধ—মুগ্ধ—লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
স্ব—স্বর্ণ—মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
দ্দ—সমুদ্দুর—সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
ধ্ব—ধ্বনি—মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে।
ষ্ম—গ্রীষ্ম—গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে।
ন্দ—ছন্দ—ফুলের সঙ্গে ছন্দ সুরে প্রজাপতিও নাচে।
ক্ত—রক্ত—ভাষা শহীদরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রেখেছে।
স্ম—স্মরণীয়—একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন।
প্রশ্ন: কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
বাংলা আমার মায়ের ভাষা
ফেব্রুয়ারির গান।
আমার ভাইয়ের রক্তে লেখা
শহীদ ছেলের দান
ফুলপাখি নই, নইকো পাহাড়
মনের কথা কই।
মায়ের মুখের মধুর ভাষায়
ঝরনা সাগর নই
উত্তর:
ফুলপাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহীদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
©somewhere in net ltd.