![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
অবলুপ্ত, দক্ষ, ভক্ষণ করা, এতদ্ব্যতীত, অমূল্য, বিমর্ষ, স্মরণে রাখা, প্রযোজ্য, দণ্ডনীয়, কর্তব্য, নিষিদ্ধ, যথেষ্ট, রয়্যাল।
উত্তর:
অবলুপ্ত যা লোপ পেয়েছে
দক্ষ পারদর্শী
ভক্ষণ করা খাওয়া
এতদ্ব্যতীত এ ছাড়া
অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না
বিমর্ষ দুঃখিত
স্মরণে রাখা মনে রাখা
প্রযোজ্য যা প্রয়োগ করা যায়
দণ্ডনীয় শাস্তি পাওয়ার যোগ্য
কর্তব্য যা করা প্রয়োজন
নিষিদ্ধ যা নিষেধ করা হয়েছে
যথেষ্ট প্রচুর
রয়্যাল রাজকীয়।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্যরচনা করো।
দক্ষ, বিমর্ষ, যথেষ্ট, অমূল্য, প্রযোজ্য, কর্তব্য, নিষিদ্ধ
উত্তর:
দক্ষ- নিজাম সাঁতারে খুব দক্ষ।
বিমর্ষ- আসিফের কী হয়েছে যে সব সময় বিমর্ষ
থাকে?
যথেষ্ট- মল্লিকের যথেষ্ট বিষয়-সম্পত্তি, সংসার
চালাতে কষ্ট করতে হয় না।
অমূল্য- সুস্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ।
প্রযোজ্য- তুমি যা বললে তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কর্তব্য- পড়াশোনা করা ছাত্রছাত্রীদের প্রধান
কর্তব্য।
নিষিদ্ধ- স্কুলের যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ।
প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও।
শ্ব, ঙ্গ, স্ম, ন্দ, ষ্ট, ণ্ড, ম্প, প্ত, শ্চ, স্ব, ক্ষ, ন্ব, স্থ, জ্ঞ, ঞ্চ, ঘ্ন
উত্তর:
যুক্তবর্ণ শব্দ বাক্য
শ্ব- বিশ্ব- এই বিশ্ব অনেক বড়।
ঙ্গ- বেঙ্গল- রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর
সেরা প্রজাতির বাঘ।
স্ম- স্মরণ- টাইগার শুনলে রয়্যাল বেঙ্গল
টাইগারের কথা স্মরণ হবেই।
ন্দ- আনন্দ- পাখি চায় ওড়ার আনন্দ।
ষ্ট- যথেষ্ট- একসময় সুন্দরবনে যথেষ্টসংখ্যক
গণ্ডার ছিল।
ন্ড- গণ্ডার- গণ্ডার তার বিরাট বপু নিয়ে
চমৎকার সাঁতার কাটতে পারে।
ম্প- সম্পূর্ণ- সুন্দরবনে গণ্ডার এখন সম্পূর্ণভাবে
অবলুপ্ত।
প্ত- বিলুপ্ত- বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায়
বিলুপ্ত হয়ে গেছে।
শ্চ- নিশ্চিহ্ন- সুন্দরবনের গণ্ডার এখন নিশ্চিহ্ন
হয়ে গেছে।
স্ব- স্বভাব- শকুনের স্বভাব আচার-আচরণ
একটু অন্য রকম।
ক্ষ- দক্ষ- রাতুল সাঁতারে খুব দক্ষ।
ন্ব- ক্রমান্বয়- ইংরেজ শাসন আমলে দেশীয়
কর্মচারী ও স্থানীয় শিকারিরা মিলে
ক্রমান্বয়ে গণ্ডার শিকার করেন।
স্থ- স্থান- পাহাড়ি এলাকায় অনেক নির্জন স্থান
রয়েছে।
জ্ঞ- জ্ঞানী- কথায় আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী
শত্রু ভালো।
ঞ্চ- অঞ্চল- বর্তমানে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা মেলে।
ঘ্ন- নির্বিঘ্ন- যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো।
©somewhere in net ltd.