নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

বইবহির্ভুত অনুচ্ছেদ ২

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

প্রিয় শিক্ষার্থীরা, আজ রয়েছে বাংলা পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক নমুনা অনুচ্ছেদ সম্পৃক্ত প্রশ্নোত্তর।

প্রশ্ন: নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি, তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো:

গ্ধ, ন্ত, ক্ষ, স্ব, ন্দ

প্রদত্ত যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ গঠন

গ্ধ গ+ধ মুগ্ধ

ন্ত ন+ত দিগন্ত

ক্ষ ক+ষ দক্ষিণ

স্ব স+ব স্বভাব

ন্দ ন+দ আনন্দ

প্রশ্ন: (ক) বাংলাদেশকে প্রকৃতির রূপসী কন্যা বলা হয় কেন? পাঁচটি বাক্যে লেখো।

(খ) তোমার পরিচিত বাংলাদেশের পাঁচটি পাখির নাম লেখো।

৪ নম্বর প্রশ্নের উত্তর (ক)

বাংলাদেশকে কেন প্রকৃতির রূপসী কন্যা বলা হয়, তা পাঁচটি বাক্যে লেখা হলো:

বাংলাদেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া রয়েছে ফসলের খেত। দখিনা বাতাসে দোলে এ দেশের মাঠের নানা ফসল। বাংলাদেশের সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ-নদী। এ দেশের বনে-পাহাড়ে নানা জীবজন্তু বসবাসের পাশাপাশি গাছে গাছে উড়ে বেড়ায় রংবেরঙের পাখি।

৪ নম্বর প্রশ্নের উত্তর (খ)

আমার পরিচিত পাঁচটি পাখির নাম নিচে লেখা হলো:

১. দোয়েল ২. কোকিল ৩. ময়না ৪. টিয়া ৫. চড়ুই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.