![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
২ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) প্রশ্নের উত্তর নির্ভুল হওয়া উচিত।
(খ) কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহূত হয়।
(গ) ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়।
(ঘ) লোকটা দ্রুত হেঁটে চোখের আড়ালে চলে গেল।|
(ঙ) সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
৩। যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো এবং গঠিত শব্দ দিয়ে বাক্য গঠন করো: ম্প, ষ্ট, চ্চ, ম্ভ, ঙ্ক
৩ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্য
ম্প কম্পিউটার কম্পিউটার হলো একধরনের যন্ত্র।
ষ্ট নির্দিষ্ট কম্পিউটারের কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে।
চ্চ চলচ্চিত্র চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অসাধারণ অবদান রাখছে।
ম্ভ সম্ভব কম্পিউটারের সাহায্যে যেকোনো বিষয়ে পাঠ শেখা সম্ভব।
ঙ্ক অঙ্ক অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না।
৪। ক. কম্পিউটার কী? কম্পিউটারে চারটি কাজ লেখো।
খ. আধুনিক কালে কম্পিউটারের পাঁচটি অবদান উল্লেখ করো।
৪ নম্বর প্রশ্নের উত্তর:
ক) কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। কম্পিউটারের চারটি কাজ নিচে লেখা হলো:
১। কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়।
২। কম্পিউটারে টাইপ করা যায়।
৩। ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখা যায়।
৪। বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।
খ) আধুনিক কালে কম্পিউটারে পাঁচটি অবদান হলো:
১। ছবি আঁকা।
২। কার্টুন ও চলচ্চিত্র তৈরি।
৩। ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা।
৪। মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণ করা।
৫। লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয় সংশ্লিষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও সংগীতের সংযোজন করা।
©somewhere in net ltd.