নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪



প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা পাঠ্যবই থেকে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ নিয়ে আলোচনা করব।|প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: অনুরাগ, টহল, আসন্ন, রক্তরঞ্জিত, নিথর, রণক্ষেত্র, অন্তরীক্ষে, শয়ান।

উত্তর:

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

অনুরাগ স্নেহ, আদর, আকর্ষণ

টহল পাহারা দেওয়া

আসন্ন নিকটবর্তী

রক্তরঞ্জিত রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন

নিথর স্থির, শান্ত

রণক্ষেত্র যুদ্ধের মাঠ

অন্তরীক্ষে আকাশ, মহাশূন্য

শয়ান শুয়ে আছে এমন

প্রশ্ন: উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো:

(ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা —।

(খ) বাংলার — মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ।

(গ) রউফ — সালের — মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

(ঘ) বীরশ্রেষ্ঠ — জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে।

(ঙ) লাখো প্রাণের বিনিময়ে আমরা — মুক্ত করেছি।

উত্তর:

(ক) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া।

(খ) বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ।

(গ) রউফ ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

(ঘ) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে।

(ঙ) লাখো প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ভালো উদ্যোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.