নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

মামাবাড়ির আবদার : ইসরাইলের সৈন্যকে ছেডে দিন

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

গাজা উপত্যকায় আটক একজন ইসরাইলি সেনাকে ‘নিঃশর্তভাবে’ মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তারা যদি সংকট সমাধানে সচেষ্ট হয় তাহলে ইসরাইলি সেনাকে অবিলম্বে ‘নিঃশর্তভাবে’ মুক্তি দিতে হবে।" ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার গাজার রাফাহ শহরে তাদের এক সেনার আটক হওয়ার খবর নিশ্চিত করে। বারাক ওবামা বলেন, ২৩ বছর বয়সি ইসরাইলি সেনা হাদার গোলদিনের মুক্তির ওপর সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকার নারী ও শিশুদের ওপর ইসরাইলি নরপশুদের বর্বরোচিত হামলাকে ‘আত্মরক্ষা’ বলে উল্লেখ করেন। অত্যন্ত নির্লজ্জভাবে তিনি বলেন, হামাসের রকেট হামলা থেকে আত্মরক্ষা করার জন্য ইসরাইল গাজায় হামলা চালাচ্ছে। মানবাধিকারের কথিত রক্ষক আমেরিকার প্রেসিডেন্ট এমন সময় গাজা আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন যখন ইসরাইলের চলমান হামলায় নিহতদের শতকরা ৮০ ভাগ বেসামরিক নাগরিক বলে স্বীকার করেছে জাতিসংঘ। গত ২৬ দিনের গাজা আগ্রাসনে অন্তত ১,৭০০ মানুষ নিহত ও অপর প্রায় ৯,০০০ ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শুধুমাত্র ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে যাতে এ পর্যন্ত তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী ৬৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তবে হামাস বলেছে, তারা অন্তত ১৩০ জন ইহুদিবাদী সেনাকে জাহান্নামে পাঠিয়েছে। এদিকে ইসরাইল শুক্রবার তাদের এক সেনার নিখোঁজ হওয়ার খবর দিলেও হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড আজ (শনিবার) জানিয়েছে, নিখোঁজ ইসরাইলি সেনার কোনো খবর তাদের কাছে নেই। তবে রাফাহ শহরে অভিযান চালাতে যাওয়া একদল যোদ্ধার সঙ্গে ব্রিগেডের কেন্দ্রীয় কমান্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে ওই যোদ্ধাদের সঙ্গে নিখোঁজ ইসরাইলি সেনা হয়তো ইহুদিবাদীদেরই হামলায় নিহত হয়েছে বলে কাসসাম ব্রিগেড জানিয়েছে আর অন্যদিকে গাজার গনহত্যা থেকে বিশ্ব বাসির দৃষ্টি ফেরাতে ইসরায়েল যুদ্ধ বিরতির নাটক শুরু করেছে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

মুদ্‌দাকির বলেছেন: আপনার প্রতিটা পোষ্টতো এই টাইমলাইনের ঢকুমেন্ট হয়ে থাকবে!! দারুণ

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

লেখোয়াড় বলেছেন:
মার্কিনীরা ভাল নাটক করতে পারে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

ওয়েলকামজুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.