নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ইহুদিবাদী বাহিনীর আহত সেনার সংখ্যা প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ইসরাইলের গণমাধ্যম। তারা জানাচ্ছে- গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে অন্তত ১,৬২০ জন ইহুদি সেনা আহত হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর। আহত সেনার এ সংখ্যা জানালেও ইসরাইলি গণমাধ্যম নিহত সেনার সংখ্যা নিয়ে নতুন কিছু বলে নি। হতাহত সেনাদের সম্পর্কে ইসরাইলের জনগণকে একেবারে অন্ধকারে রাখা হয়েছে। ইসরাইলি সেনাদের হতাহত হওয়ার বিষয়ে খবর প্রকাশে মারাত্মক কড়াকড়ি আরোপ করেছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। এ পর্যন্ত ইসরাইল শুধু ৬৪ জন সেনা নিহত এবং ১৫০ জনের মতো আহত হওয়ার কথা বলে আসছিল। তবে, ইসরাইলি গণমাধ্যমের কল্যাণে আহত সেনা এবং আগ্রাসনের জবাব সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেল। ইসরাইল ৬৪ সেনা নিহতের খবর প্রকাশ করলেও হামাস বলছে ১৫০ জনের বেশি সেনা নিহত হয়েছে তাদের হামলায়। অসমর্থিত কোনো কোনো সূত্র খবর দিয়েছে যে, হামাসের হামলায় গাজা উপত্যকার কাছে নিহত বহু সেনার লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এ ধরনের খবরের কিছুটা সত্যতা মিলছে ইসরাইলের একতরফা যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের ঘটনা থেকে। এর পাশাপাশি দখলদার সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তও উল্লেখযোগ্য। আগ্রাসনের শুরুর দিকে ইসরাইলের মন্ত্রীরা গাজা দখলের অঙ্গীকার করেছিলেন কিন্তু সামরিক উপায়ে গাজা দখলের বিষয়টি আলোচনার টেবিল থেকে বাদ দেয়ার জন্য আজ একটি বৈঠক হয়েছে। সে বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন- গাজা দখলের পক্ষে কি কেউ ভোট দেবেন? এর উত্তরে হাত তোলা তো দূরের কথা মাথা তুলতেই রাজি হননি কোনো মন্ত্রী। অন্যদিকে, হামাসের অন্যতম শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বিজয় দাবি করেছেন। তিনি বলেছেন, হামাসের প্রতিরোধে টিকতে না পেরে ইসরাইল যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে যুদ্ধক্ষেত্রে ইসরাইল যা অর্জন করতে পারেনি কূটনৈতিক উপায়েও তা অর্জন করতে পারবে না।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০
বিজন শররমা বলেছেন: মন সুখ সুখ করা হাতে গড়া পোষ্টিং ।