নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া দিবস আর প্রাসঙ্গিক কিছু কথা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

আজ ছিলো বেগম রোকেয়া দিবস। কাকতালীয়ভাবে বাঙ্গালী মুসলিম নারীদের এই কিংবদন্তীর জন্ম ও মৃত্যুদিবস একই।

রংপুরের পীরগঞ্জের পায়রাবন্দের জমিদার পরিবারের মেয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন অন্তঃপুরবাসিনী মেয়েদের শিক্ষার জন্য সংগ্রাম করেছেন।

বেগম রোকেয়ার স্বপ্ন আজ অনেকটাই সফল। নারী শিক্ষার দিক থেকে বাংলাদেশ তৃতীয় বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ।

কিন্তু যে বেগম রোকেয়া শিক্ষার দ্বারা নারীদের আলোকিত করতে চাইতেন, তিনি কি কখনো ভাবতে পেরেছিলেন, শিক্ষিত হয়েও নারীদের একাংশ পাখি ড্রেস, কুটনামি নির্ভর বিনোদন পছন্দ করবে! আজ পৃথিবীতে থাকলে কি তিনি জোর দিয়ে বলতে পারতেন, "অশিক্ষিত চোখ যেই খানে ধূলি-কর্দম দেখে, শিক্ষিত চোখ সেই খানে দেখে মণি-মাণিক্য"...?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: আরো একটু বিশদ লিখলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.