নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

মাওলানা ভাষানীর রাজনৈতিক দুরদর্শীতা

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

গতকাল ১২ই ডিসেম্বর ছিল মওলানা ভাষানীর জন্ম বার্ষিকী। শুনেছি কোন রাজনৈতিক সংকটের অনেক আগেই তিনি নাকি বাতাসে সেই বারুদের গন্ধ পেতেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ৭১ এ মুক্তিযুদ্ধ কালীন সময়ে তার একটি উপলব্ধির কথা।

মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী মওলানা ভাষানী সহ বাম ঘারানার সব নেতা ও কর্মীদেরকে একঘরা করে রেখে ( বাম মুক্তিযোদ্ধাদেরকে মুজিব নগর সরকারের সামরিক ট্রেনিং এর আওতায় নেয়া হয়নি ) আওয়ামীলীগ নেতারা মুক্তিযুদ্ধকে নিজেদের কারায়াত্ব করে রাখার অপচেষ্টায় লিপ্ত ছিল। সেই সময় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকান্ড এবং মতবিরোধের কারনে প্রবসী মুজিব নগর সরকারের নেতা-কর্মীরা ৫টি উপদলে বিভক্ত ছিল।
আর এই সব দেখে সেই সময় কলিকাতার পার্ক সার্কাস রোডে অবস্থিত 'কহিনূর প্যালেসে ' অবস্থানকারী মওলানা ভাষানী যে উক্তিটি করেছিলেন তা ছিল বড়ই তাৎপর্যময় এবং দূরদৃষ্টি সম্পন্ন।

- আওয়ামীলীগ কি একলা পারবো ? বুঝলা সায়ফুল । পারলেও সমস্যা না পারলেও সমস্যা ।
- কেন হুজুর ?
- পাইরলে আওয়ামীলীগের মধ্যেকার দুর্নিতীবাজদের দাপটে স্বাধীন দেশের অবস্থা কাহিল হইবো আবার না পাইরলে স্বাধীনতার লড়াই আরও গভীর সংকটে পইরবো। মুসিবৎ আসবো নানা দিক থেকে।

*** ' স্বাধীনতা ভাষানী ভারত ' বই থেকে উদ্ধৃত । লেখক - সাইফুল ইসলাম । (মওলানা ভাষানীর ঘনিষ্ট সহচর এবং মুক্তিযুদ্ধের সংগঠক )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

খেলাঘর বলেছেন:



হ্যাঁ, উনার পর্যবেক্ষণগুলো সঠিক ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.