নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সদা সুন্দর চিরন্তন

অসত্যের কাছে নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। -নজরুল

ওয়েলকামজুয়েল

লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।

ওয়েলকামজুয়েল › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ হ্যাপি: ইজ্জত বিলিয়ে দিয়ে হিজাব পরে কি লাভ?

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩২

ধর্ষণের মামলায় বিচারের সম্মুখীন ক্রিকেটার রুবেল হুসেনকে আজ বেশ উজ্জ্বল লাগছিল টিভিতে, মামলায় জামিন মিলেছে। 'ভি' চিহ্ন দেখালেন। কোথায় আলোচনা হচ্ছেনা?
ডমেস্টিক মিডিয়া থেকে গরম রয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া।
ছিঃহ.... লজ্জা রাখার জায়গা রইলনা....।
আর রুবেলের গোলাপি হ্যাপির কথা বলছি...
রুবেলের চেহারার পেছনে বিশাল অংকের টাকার উজ্জ্বল হাসি দেখে দেহ বিক্রি করা এই ইতর মহিলাটি হিজাব পরে মিডিয়ার সামনে কথা বলেছে।
প্রবাসের শ্রদ্ধেয় এক ভাই বলতেনঃ'মাথায় পাগড়ি পরছে কিন্তু পরনে যে লুঙ্গী নাই এইটার খবর নাই '।
সঠিক সময়ে হিজাবের সঠিক ব্যাবহার করলে এই অবস্থা হতনা। হিজাবকে কলঙ্কিত করছে দেহ ব্যাবসায়ী কতিপয় রমনী
এখন কথা হচ্ছে হিজাব বা পর্দা কেন?
স্বাভাবিকভাবেই বলা যায় নারীর নিরাপত্তার জন্য।
যেসব নারী নিজের অমূল্য সম্পদ অন্যের কাছে বিলিয়ে দেয় তার আবার হিজাবের কি দরকার হলো?
ভদ্রমহিলা সাজার তার কি আর দরকার আছে?
অন্যদিকে আবার কিছু নাম করা পতিতা এর পক্ষে সাফাই গাইছে।কথায় আছে কুকুরে কুকুর চিনে ভোমরা চিনে মধু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.