নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পেশা নয় নেশা। তাই শত প্রতিকুল পরিস্থিতিতেও ছাড়তে পারি না। লিখেছি লিখছি লিখব। কিছুটা আবেগী হওয়ায় মনের রাগ ক্ষোভ দমিয়ে রাখতে পারিনা বিধায় কিছুটা প্রতিবাদী হয়ে যাই। লিখার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা হয় না। তাই অনেকে খেপাটে ও বলতে দ্বিধাবোধ করে না।মনে মাঝে আঘাতটাকে শক্তিতেই রুপান্তরিত করি।চেষ্টা করি সমসাময়িক বিষয়ে লিখতে। হয়তো সফল হয়তো বিফল। কিন্তু সবার ভালবাসা ই আমার প্রেরণা।
১৬ ডিসেম্বর পাক-ভারত-বঙ্গ উপমহাদেশের জন্য কতোটা পারস্পরিক শ্লেষাত্মক ও শত্রুতাশঙ্কুল দিন তা আর বলার অপেক্ষা রাখেনা। বলা চলে উপমহাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বরের চেয়ে বিস্ফোরক দিন খুব কমই আছে।
কিন্তু আজই প্রায় দেড়শো শিশু-কিশোরের প্রাণের বিনিময়ে যেন সহসাই উপমহাদেশে শান্তির এক ঝাপটা সুবাতাস বয়ে গেল! ভারতীয়রা #IndiawithPakistan হ্যাশট্যাগ লিখে সামাজিক গণমাধ্যমে সয়লাব করলো, ভারতীয় প্রধানমন্ত্রী পেশোয়ারে সংঘটিত হত্যাযজ্ঞকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা করলেন, বাংলাদেশীরা আর বললো না, "মরসে তো পাকি ছানাই!", বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করলেন, এবং সন্ত্রাসবাদ রুখতে উপমহাদেশকে একাট্টা হবার আহবান জানালেন।
গত ৪৪ বছরে যা সম্ভব হয়নি, আজ এতোগুলো কচিকাঁচা যেন তাদের রক্তের বিনিময়ে তা একবারের জন্য হলেও করে দেখালো!
আর আমি কীর্তিকর্মার আজব কারখানা দেখছি, কিছু বিষয় নিয়ে ভাবছি, আর অনুধাবন করছি- সত্যিই মানবজীবন একটি অপার বিস্ময়বোধের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে...!
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
কলাবাগান১ বলেছেন: ব্লগেও তালেবান আছে??? তালেবান রা শিশু হত্যা করবে তাতে তাদের ঘৃনা না করে তারা শুধু মুসলমান তার জন্য মানুষ তাদের ঘৃনা করবে??
আপনার পোস্ট সব সময় লক্ষ্য করি কারা যে তালেবান সিমপ্যাথাইজার তা বলে কয়ে দিতে হয় না।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০
নীল আকাশ ২০১৪ বলেছেন: সব দোষ এখন তালেবানদের, কারণ তারা যে মুসলমান। কিছু দোষ আবার ঐ শিশুদেরও, কারণ তারা পাকিস্তানি!