নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আর কি

ধোয়াটে

ধোয়াটে › বিস্তারিত পোস্টঃ

আরাধ‍্য

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:২০

তখন এসবের একটা মূল‍্য ছিল,
অথবা সেসব অমূল‍্য ছিল;

হীরক খন্ড চুনি বা পান্নার মত
সব সব কিছু ছাঁপিয়ে ছিল
তোমার একটুকরো হাসি
তোমার একটু ছোঁয়া
তোমার একটু দেখা পাওয়া

এই সব রত্ন-রাশি নিয়ে
সতত মশগুল ছিল
দিন-রাত্রি ঘুম ও জাগরণ
হাতে পড়ে কানে পড়ে গলায় ধরে
ঘুরিয়ে ফিরিয়ে
নিত‍্য ছিল প্রতিফলন দেখা

তোমার ছুঁড়ে দেয়া
জহরত আর মণিমানিক‍্য‍ের
চোখ ধাঁধানো
প্রতিফলনে প্রায়ান্ধ আমার
তুমিই ছিলে একমাত্র আরাধনা

আজ বহুকাল বাদে
ফিরে দেখি সেইসব দিন
ভাবি আর কী অমূল‍্য হয়ে
আসবে কোনদিন

তোমার হাসি
তোমার তাকানো
তোমার কন্ঠস্বর
পুনরায় কি হয়ে উঠবে
হীরা পান্না বা চুনি
যাদের বুক পকেটে নিয়ে
নিমগ্ন পর্যটনে
ঘুরবো নিশিদিন

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.