![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় আমার ব্যর্থ প্রেমিকারাও নতুন হাত ধরবে, ঠিক যেমনটি আমার হাত ধরে বলেছিল, "তুমি আমার পৃথিবী!" এদিকওদিক বিবেচনা করতে গেলে আপনি দিক্বিদিক হারিয়ে ফেলতে পারেন। এখানে কোনো যুক্তি দিতে পারবেন না। কারণ ভালোবাসা থেমে থাকে না। এইতো আমার সদ্য প্রাক্তন এর কথা যদি বলি, সেও কিন্তু বসে নেই। হয়তো শেষরাতের দিক একটুখানি আমার কথা মনে পড়ে, তবে পৃথিবী-শূণ্যস্থান-রাখেনা এই মন্ত্রে বিশ্বাসী মেয়েটি আশায় কিংবা ভরসায় আরেকজন এর হাত ধরে, কিংবা দামী রেস্তোরায় সিসি ক্যামেরাকে আড়াল করে চুমো খায়। এই যা! আপনারা ভাবছেন আমি তাকে দোষ দিচ্ছি? আরে না! এটাই তো তার প্রাপ্য, এটাই তো তার অধিকার, এটাই তো তার ভালোবাসা।
মানুষের মনস্তাত্ত্বিক জগতটা অনেক বিশাল। আর বিশাল জগতের ভালোবাসার পরিমাণনির্ধারক যন্ত্র আদৌ আবিস্কার হয়েছে কিনা আমার জানা নাই।
মাথায় ধরলো না তাইতো? দাঁড়ান বুঝিয়ে বলছি। আমরা প্রায় অনেকেই নিজের প্রেয়সীকে চাঁদের সাথে তুলনা করি। কারন চাঁদ সবাই ছুঁতে পারেনা এবং সেইসূত্রে আপনি মনে করেন যে, আপনি আপনার লাইফের মাইলফলক দাঁড় করে দিয়েছেন, তার উপর নিজেকে নীল আর্মস্ট্রং মনে করা মানুষজন এর অভাব নেই।
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৬
হোয়ারইজসাগর বলেছেন: আচ্ছা।
২| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: মানুষের মস্তিস্কে যে রহস্য, আর অনন্ত নক্ষত্রবীথিতে যে রহস্য দু'টাই কেউ কারো চেয়ে কম নয়।
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮
হোয়ারইজসাগর বলেছেন: সহমত।
৩| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: সবাই যদি ছ্যাকা খেয়ে বসে থাকে তাহলে পৃথিবীর অবস্থা কি হবে!
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮
হোয়ারইজসাগর বলেছেন: লেখকসমাজ প্রসারিত হবে।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।