![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নীল প্রজাপতি তুমি নীল বসন্ত।
তোমার চাহোনিতে হই বিমোহিত।
তোমার ওই মুখের বুলি আমার এই কানে
সকাল দুপুর বিকেল রাত্রিতেও বাঁজে।
ভাবি আমি তোমায় নিয়ে 24/7
তুমি কি ভাবোমোরে যে কোন ইভেন।
জানালা খুলে যখন, চাই দক্ষিণা হাওয়া
তখনই পাই আমি তোমার ওই আঁচ পাওয়া।
যতই ভাবি তোমায় নিয়ে যাচ্ছে কেটে দিন।
জানিনা তোমায় পাবো কিনা, আমি কোন দিন।
(দয়া করে ফিডব্যাক দেবেন, ভবিষ্যতে আরো ভালো কিছু লিখতে উৎসাহীত করার অনুরোধ করছি।)
©somewhere in net ltd.