নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মফিজ

দেশকে ভালোবাসাই হলো একজন দেশ প্রেমিকের বড় লক্ষণ।

আমি মফিজ › বিস্তারিত পোস্টঃ

Hater রা বলবে নারী বিদ্বেষী পোস্ট।

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

========================
সর্বক্ষেত্রে নিম্নোক্ত নারী নারী কলরব সুনলে মনে হয় তারা সম্ভবত আমাদের মতো মানুস নয় অন্যকোন গ্রহের জীব।
বাসার ক্ষেত্রেঃ
=========
বাথরুমের কাছে/জানালার কাছে/দরজার কাছাকাছি হতে হবে নারীদের কক্ষ।
বাসে চড়াঃ
=========
দরজার কাছে/জানালার পাসে/সর্বোচ্চ সুবিধা সম্বোলিত স্থানটিই নারীদের জন্য বরাদ্দকৃত। সিট খালি না থাকলে নারীদের বসার স্থানটি খুব দ্রুতই ম্যানেজ হয়ে যায়। আর পুরুষ হলে ঠিকমতো দাড়ানোর সুযোগও পাওয়া যায়না।
রাস্তায় হাটার সময়ঃ
==============
স্লো হাটছে কিন্তু অন্যকাউকে অতিক্রম করার যায়গা/সুযোগ দেবেনা কারণ সে নারী।
ব্যাংকঃ টাকা তোলার সময় সেই মহা-সিরিয়াল, পুরুষ বলে সিরিয়ালেই থাকতে হয় কিন্তু নারী বলে তার সিরিয়ালের প্রয়োজন নাই।
বড় ভবনে দ্রুত ওঠার মাধ্যম (লিফট): সর্বপ্রথম উঠেই দরজার সামনেই দাড়িয়ে থাকবেন এবং অন্যরা লিফটে প্রবেশে সমস্যা হলেও নিরবে মেনে নেবেন কারণ দরজার সামনে দাড়ানো লোকটা নারী।
চাকুরীর ক্ষেত্রেঃ
===========
যে কোন চাকুরীর ক্ষেত্রেও নারী বলে তাদের একটু প্রাধান্য বেশি।
অযৌক্তিক কারণে একটানা ১০দিন অফিসে না আসলেও বসের দৃষ্টিতে নারীরা নিষ্পাপ। আর পুরুষের বেলায় যৌক্তিক কারণ হলেও তা বসের দৃষ্টিতে বে-আইনি।
চাকুরীতে দ্বায়িত্ব পালনে মেয়েদের ক্ষেত্রে -৮ ঘন্টা হলেও ছেলেদের ক্ষেত্রে ১২+ ঘন্টাও হালাল।
এসব ক্ষেত্রগুলোতে আবালের যুক্তিঃ
=======================
মেয়েরা বাচ্চা-কাচ্চা, রান্নাবান্না সামলায়তো তাই!
আর নারীলোভী কিছু আবালের কাছে মত প্রকাশের ফলঃ-
==================================
ভাই ”আপনি নারী হলে বুজতেন/মহিলা উঠছে যায়গা দেন/মহিলা ও প্রতিবন্ধিদের জন্য বরাদ্দকৃত ৯টি সিট/ থাক ও মাইয়া লোক (কোন বিষয়ে বিচার দেয়া হলে)” এই সকল বাক্য গুলো শুনলে ও দেখলে মনে হয় নারীরা মানুস বাদে অন্যকোন জীব সম্পদায়।
নারীরা জদি মানুসই হয়ে থাকে এবং সকল যায়গায় যদি নারীদের সুবিধাজনক/সহজ স্থানটির প্রয়োজন হয় তাহলে কাজের সময় কেনো নয়?
***********************************************************************
আর এ সকল সুবিধা পাওয়া যদি নারীদের অধিকার হয় তাহলে তাদের পরিচয় প্রদানকারী নারী শব্দটির সাথে সংখ্যালঘু শব্দটি যোগ করে নারী শব্দটির পূর্ণতা প্রদান করা যেতে পারে। ”সংখ্যালঘু নারী” শব্দটি নারীদের সুবিধা আদায়ে একটি পূর্ণাঙ্গ ও সহজ শব্দ হতে পারে।
************************************************************************
#ভুক্তভোগীর_মতপ্রকাশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪

কানিজ রিনা বলেছেন: আমি মা হয়ে যদি আমার সন্তানের নিরাপদ
কামনা করি তাহলে আমার ছেলেরা কেন
আমাকে নিরাপদে রাখবেনা। নিশ্চয় তোমার
বোনটার জন্য তুমি রাস্তাঘাট বাস ট্রেন অফিস
আদালতে নিরাপদ চাইবে।

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

আমি মফিজ বলেছেন: অবশ্যই মা, বোন এমনকি পৃথিবীর পুরো নারী জাতির জন্য নিরাপদ চাইবো। কিন্তু নারী জাতি যদি নিজেরা নিজেদের উপর নির্ভরশীল হতো তাহলেতো নিরাপদ রাখাটা আরো সহজতর হতোনা কি?

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২

মাহবুব উল হাসান নাফি বলেছেন: এই ব্যাপারটি চিন্তা করার মত একটা বিষয় । আমরা হয়তো এর মাধ্যমে নারীদের বিভিন্ন কাজে সহায়তা করছি, কিন্তু একই সাথে তাদের আরো দূর্বল করে দিচ্ছি । আপনি যেসব বিষয় বললেন, এগুলোর অনেকগুলোই আমি নিজে ব্যক্তিগতভাবে দেখিনি, তবে আপনার বক্তব্য অনুসারে এগুলো হলে এর মাধ্যমে বোঝা যায় সমাজে চলাচলের জন্য যে নূন্যতম সাধারণ বোধটুকু থাকা দরকার তা কিন্তু তারা হারিয়ে ফেলছে । মানুষ কষ্ট পেয়ে পেয়ে শিখে, সেই শিক্ষাটা তারা অনেকাংশেই পাচ্ছে না ।

অবশ্য তাদের শেখার কথাই বা বলব কোন মুখে, আজকালকার পুরুষদের হাবভাব দেখলেও মনে হয় দুনিয়ায় যেন সে একাই বাস করে, তার আশপাশে আর কেউ নাই! এমনভাবে রাস্তায় চলাচল করেন, অন্যের কি হলো না হলো তা তাদের দরকার নেই যেন!!

৩| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

আমি মফিজ বলেছেন: আপনার কথাগুলো ঠিক। তবে নারীরা এমনভাবে চলাফেরা করছে যেন সর্বদা তারা পুরুষ নির্ভরতাই ভরসা পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.