![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
সময় তোমায় নিয়ে কী করি !
চলে যাও ঠিকই শুধু রেখে যাও স্মৃতি,
দুঃখের কাছে শত্রু তুমি, সুখের কাছে বন্ধু ।
তোমার ভাবনায় তুমিই শুধু নেতা,
স্বাধীনতার সংজ্ঞায় তুমি যে বিজয়ী ।
সময় তোমায় নিয়ে কী করি !
কেউ আছে তোমায় ধরার অস্থিরতায়,
কেউবা বলে যাক না চলে আমার কি আসে যায়,
অবশেষে সবাই দীর্ঘশ্বাসে হয় বিলীন।
সময় তোমায় নিয়ে কী করি !
কেউ কাঁদে তোমার থেকে কিছু হারানোর যন্ত্রণায়,
কেউবা হাসে তোমার থেকে কিছু পাওয়ার সান্তনায়,
আবার কেউ স্বপ্ন বুনে মনে কিছু পাওয়ার সম্ভাবনায়,
অবশেষে সবার কাছেই তুমি হারিয়ে যাওয়া এক মূর্ছনা ।
সময় তোমায় নিয়ে কী করি !
তুমি হও কারো কাছে অতি নিষ্ঠুর
আবার কারো কাছে অনেক সুমধুর
তুমি পাল্টাও যে নিজ থেকেই নিজের সুর ।
সময় তোমায় নিয়ে কী করি !
তুমি প্রতিনিয়তই যাও চলে নিজের ইচ্ছেমত
নেই কারো কাছে তোমার কোন দায়বদ্ধতা
তুমি যে শুধুই ঘড়িতে ঝুলে থাকা তিনটে কাঁটা ।
২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩৭
আরজু মুন জারিন বলেছেন: সময় তোমায় নিয়ে কি করি !
চলে যাও ঠিকই শুধু রেখে যাও কিছু স্মৃতি,
দুঃখের কাছে শত্রু তুমি, সুখের কাছে বন্ধু ।
তোমার ভাবনায় তুমিই শুধু নেতা,
স্বাধীনতার সংজ্ঞায় তুমি যে স্বাধীনচেতা ।
বাহ ! অনেক ভাললাগা শুভেচ্ছা কবিতায়। ধন্যবাদ কবিকে। চলার পথ সুগম থাকুক সবসময় এই কামনা।
১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগার অনুভূতি জানানোর জন্য । শুভ কামনা রইলো ।...
৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০
আধখানা চাঁদ বলেছেন: "তুমি প্রতিনিয়তই চলে যাও নিজের ইচ্ছেমত
নেই কারো কাছে তোমার কোন দায়বদ্ধতা
তুমি যে শুধুই ঘড়িতে চলা তিনটে কাঁটা "
অনেক সুন্দর লেখা কবি।
১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগা জানানোর জন্য... আধখানা...
৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
আহসানের ব্লগ বলেছেন: দারুন লেখা
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: কমেন্ট এর জন্য ধন্যবাদ...আহসানের ব্লগিং ...
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:১০
শেখ আজিজুর রহমান বলেছেন: আপনার হাতে যাদু আছে... সুন্দর, অনেক সুন্দর।