![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
এক অদ্ভুত দৃষ্টিতে দেখছি তোমায়
ভালো লাগছে হৃদপিন্ডের লাভার্স পয়েন্টে
ঘন কালো চুলগুলো উড়ছে ছায়া হয়ে-
টোল পড়া হাসিমুখকে আড়ালে লুকাচ্ছে
অপরুপ আঁকাবাঁকায় দাঁতগুলো সেজেছে
যেন তোমার সুন্দর হাসির উল্লেখ্য স্বার্থে ।
মনের চাওয়ায় তোমাকে একটু রাগাই
রাগের মাঝে যে সুখ আছে রঙ্গিন আবেগী
শুনতে ভালো লাগে তোমার অভিমানী-রাগে
লাল টুকটুকে মুখের অভিমানী বাণী
আরো ভালো লাগে তোমার অভিমান-
ভাঙ্গানোর চলন্ত দৃশ্য পটভূমি ।
মুখ বাঁকা করে ভেংচি কাটো-
পরক্ষনেই মিটিমিটি মিষ্টি হাসো -
আমার দিকে আঁড়চোখ দৃষ্টি দিয়ে
তখনি হৃদয়টা উঠে একটু কেঁপে
আড়ালেই কেঁদে উঠে সুখের আনন্দে-
এতো সুখ কোথায় পাব তোমায় না চেয়ে ?
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫
কলমের কালি শেষ বলেছেন: মন্তব্যের জন্য + ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই....
২| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০১
আরজু মুন জারিন বলেছেন: এক অদ্ভুত দৃষ্টিতে দেখছি তোমায়
ভালো লাগছে হৃদপিন্ডের লাভার্স পয়েন্টে
ঘন কালো চুলগুলো উড়ছে ছায়া হয়ে-
টোল পড়া হাসিমুখকে আড়ালে লুকাচ্ছে
অপরুপ আঁকাবাঁকায় দাঁতগুলো সেজেছে
যেন তোমার সুন্দর হাসির উল্লেখ্য স্বার্থে ।
এইটুকু তোমার জন্য +++++++
ভাল লেগেছে কবিতা। শুভেচ্ছা .........।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালোলাগা প্রকাশের জন্য আরজু মুন জারিন । আপনাকেও অনেক শুভেচ্ছা....
৩| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭
মৃদুল শ্রাবন বলেছেন: বেশ ভালো লাগলো। কেউ কেউ এভাবেই আনন্দ পায়। আমি নিজেও ব্যপারটা পছন্দ করি।
মনের চাওয়ায় তোমাকে একটু রাগাই
রাগের মাঝে যে সুখ আছে রঙ্গিন আবেগী
শুনতে ভালো লাগে তোমার অভিমানী-রাগে
লাল টুকটুকে মুখের অভিমানী বাণী
আরো ভালো লাগে তোমার অভিমান-
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫
কলমের কালি শেষ বলেছেন:
..... ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবন..
৪| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭
আধখানা চাঁদ বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬
কলমের কালি শেষ বলেছেন: আপনার কমেন্টেও তালি...আধখানা চাঁদ...
৫| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: মজার কবিতা। ভাল লাগল।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগা জানানোয় অনেক ধন্যবাদ সুমন কর...
৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৯
বাংলার পাই বলেছেন: চমৎকার কবিতা।
২২ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +