| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের কালি শেষ
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
ভালোলাগার খানিক মূহুর্তগুলো ছুঁয়ে যায় মন
হইহুল্লোটের কিছু সুখ চিমটি কাটে সারাক্ষন
গল্পগুলো করেছিল আমাদের কতই না যতন
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
ডায়েরীর পৃষ্ঠায় তোরা দিব্বি করে চলছিস স্নান
চঞ্চল দিনগুলো ছিল তীক্ষ্ম ঈগলের মত অম্লান
এঁকেছিলাম একসাথে কাছাকাছি থাকার নিশান
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
মনচক্ষুর ফ্লাশে- দুরন্তে পেরিয়ে আসা হতভাগা দিন
জাগ্রত রাত্রি করেছে গভীর ক্ষতরে ব্যথাতে স্বাধীন
ঘুম-সচেতন কত রাত্রি- করে চলেছে আমায় ছেদন
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ...আধখানা..![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬
আধখানা চাঁদ বলেছেন: অনেক ভাল হয়েছে । পোস্টে ১ম ভাল লাগা।