![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
ভালোলাগার খানিক মূহুর্তগুলো ছুঁয়ে যায় মন
হইহুল্লোটের কিছু সুখ চিমটি কাটে সারাক্ষন
গল্পগুলো করেছিল আমাদের কতই না যতন
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
ডায়েরীর পৃষ্ঠায় তোরা দিব্বি করে চলছিস স্নান
চঞ্চল দিনগুলো ছিল তীক্ষ্ম ঈগলের মত অম্লান
এঁকেছিলাম একসাথে কাছাকাছি থাকার নিশান
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
মনচক্ষুর ফ্লাশে- দুরন্তে পেরিয়ে আসা হতভাগা দিন
জাগ্রত রাত্রি করেছে গভীর ক্ষতরে ব্যথাতে স্বাধীন
ঘুম-সচেতন কত রাত্রি- করে চলেছে আমায় ছেদন
স্মৃতি তুই কেন এমন ?- করিস শুধু জ্বালাতন ।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ...আধখানা..
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬
আধখানা চাঁদ বলেছেন: অনেক ভাল হয়েছে । পোস্টে ১ম ভাল লাগা।