![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
খবর বেরিয়েছে তুমি কাঁদছো
শুনে হয়েছি মর্মাহত..
নিয়ে এসেছি হৃদয়ের টিস্যুর বাকসো
মুছে দেব তোমার মনের যত অশ্রুপ্রবাহ ।
ভূয়া খবর শুনে হয়েছিলে ভীত
তোমায় ছেড়ে যাইনি আমি কোথাও
জানি- তুমি আমায় কতখানি ভালোবাস
অনুভবে মাপতে পারি তোমার ভালোবাসা-
কতটা গভীর, কতটা ভারী ।
কিভাবে ছেড়ে যাব তোমায়, তোমার-
ভালোবাসার অদৃশ্য বাঁধন ছিড়ে ?
বাঁচব না আমি, বাঁচবেনা আমার মন ।
যাকে তুমি রেখেছ তোমার সুগহীন হৃদয়ে
সেথা হতে বের হওয়া যে সাধ্যের বাহিরে
ভূয়া খবর শুনে হইও না দিশেহারা
এমনও অঘটন কখনোই ঘটবে না
যদি ঘটে যায় ভেবে নিবে-
পৃথিবী আমায় ছেড়ে দিয়েছে ।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১২
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ আধখানা চাঁদ ...
২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৯
বাংলার পাই বলেছেন: খবর বেরিয়েছে তুমি কাঁদছো
শুনে হয়েছি মর্মাহত..
নিয়ে এসেছি হৃদয়ের টিস্যুর বাকসো
মুছে দেব তোমার মনের যত অশ্রুপ্রবাহ । ---------------এক কথাই অসাধারন, চমৎকার।
২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৫
কলমের কালি শেষ বলেছেন:
অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
আধখানা চাঁদ বলেছেন: কবির ভাবনায় বিষণ্ণতা ভর করেছে।
ভাল লেগেছে বিষণ্ণতা এবং কবিতা।