নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিমায়িত জীবন

মিমায়িত জীবন › বিস্তারিত পোস্টঃ

কোরানের কোন আয়াতে কি বলা আছে যে আল্লাহ তায়ালাও অন্য কারও ইবাদত করেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

কিছুদিন আগে কার যে ব্লগে পড়লাম কোরান এর কিছু আয়াত যেগুলো কিনা লেখক বুঝতে পারেন নাই। তার মধ্যে একটা আয়াত ছিল এরকম “তোমরা তার ইবাদত কর, যে অন্য কারো ইবাদত করে।”

তো এই আয়াত কি আসলেই আছে কিনা জানতে চাই।

এরকম আয়াত থাকে কেমন করে? আল্লাহও কি তাহলে অন্য কারো ইবাদত করেন? জানার দরকার। যারা জানেন তারা উত্তর দেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

অলবাস বলেছেন: এরকম কোন আয়াত কোরআনে থাকার প্রশ্নই আসে না। কারন একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নেই যার ইবাদত করা যায়।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

মিমায়িত জীবন বলেছেন: আল্লাহ নিজেও নাকি অন্য কারো ইবাদত করেন। এমন বলা আছে কি?

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

এম এ কাশেম বলেছেন: কোন সত্যিকার আলেম সাহেবকে জিজ্ঞাসা করলে তো পারেন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

নবীউল করিম বলেছেন: না নেই। আল্লাহ্‌ কারো ইবাদত করার প্রস্নই আসেনা। প্রমান সূরা ঈখলাস।

এবার আপনাদের জানানোর জন্য বলি, নেটে যোতগুলো ইসলামী আইন কানুন, মাসলা মসায়েলের সাইট পাবেন তাঁর ৯৯.৯৯% ইসলামের নামে বিধর্মীরা এবং নাস্তিকরা পরিচালনা করে! যে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না রাখে তাঁর পক্ষে কনও ভাবেই সম্ভব না ওদের সুক্ষ চাল গুলো। সুতরাং আমি বলবো কনও অবস্থাতেই নেটের কনও সাইটকে বিশ্বাস করবেন না।

http://www.islamonline.net http://www.islamonline.com এই দুটা সাইট আমার জানা মতে বিসসস্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.