নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নাই

মোঃ মোশারফ হোসেন

আমি কতটা ভাল আমার চেয়ে বেশি কে জানে?

মোঃ মোশারফ হোসেন › বিস্তারিত পোস্টঃ

রিয়েল লাইফ জোকস

০৪ ঠা মে, ২০২০ বিকাল ৫:৫৭

দশম শ্রেণির কেমেস্ট্রি ক্লাস চলছে। নিয়মিত স্যার অসুস্থ হয়ে যাওয়ায় অন্য একজন স্যার পড়াতে আসলেন। যিনি ছিলেন বেশ কড়া মেজাজের। স্যারের একটা সমস্যা ছিল। স্যারন 'হ' বলতে পারতেন না। যেমনঃ লোহাকে লোখা বলতেন অর্থাৎ হ কে খ বলতেন।

তো তিনি সেদিন পড়াতে এসে নতুন কোনো পড়া না পড়িয়ে আগের পড়ানো অধ্যায় থেকে প্রশ্ন করতে লাগলেন। ক্লাসের একজনকে জিজ্ঞাসা করলেনঃ খ্যালোজেন কি? স্টুডেন্ট ভাবলো মনে হয় আরবের কোনো বিজ্ঞানীর হয়তো হবে। তাই সে বলল বিখ্যাত আরব বিজ্ঞানী। ফলাফল অনুমেয়। বেত্রাঘাত। এরপর অন্য কয়েকজনকে জিজ্ঞাসা করলেন। কিন্তু কেউ আর পারে না!!

স্যার কয়েকজনকে পিটিয়ে হতাশ হয়ে গেলেন। স্যার বললেনঃ পড়ালেখা না করে সারাদিন কি করিস? খ্যালোজেন কি পারিস না! এ কাদেরকে আমি পড়াতে আসলাম! কয়েকদিন পরে নাকি আবার এস.এস.সি. পরীক্ষা দিবে! .....

পরে একজন উত্তর জিজ্ঞাসা করায়, স্যার বললেনঃ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,............ এদেরকে খ্যালোজেন বলে।

তখন একজন স্টুডেন্ট বললো স্যার এগুলোতো হ্যালোজেন! খ্যালোজেন না।

স্যার বললেনঃ কেনো আমি তো খ্যালোজেনই বলেছি, খ্যালোজেন কখন বললাম?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শিক্ষকদের উচিত নিজেদের এই জাতীয় ত্রুটি দূর করা । কেননা শিক্ষকরা ছাত্রদের অনুসরণীয় ব্যক্তি হতে পারেন। তাদেরই যদি মারাত্মক সব ত্রুটি থাকে তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়।

২| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৩| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মীর আবুল আল হাসিব বলেছেন: আনকমন জোকস। =p~ :-* :) :D ;)

৪| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একস্যার নাকে নস্য নিতেন।
নস্য টানেন যারা তার ন উচ্ছারণ করতে
পারেন না। ন কে তারা বলেন ল !!
তো একবার নবীন নামের এক ছাত্রকে উপদেশ
দিলেন, " লবীল লস্য টালিয়ো লা
লস্য টালিলে ল কলাদি বর্ল উচ্ছারল
করিতে পারিবেলা"


পাঠক আপনি এই বাক্যটি কি ভাবে উচ্চারণ করিবেন শুনি!!

৫| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.