নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হয় মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া প্রকোপ অস্হিরতায় ভুগছেন । ক্ষমতার আশায় তিনি বা তার দলের নিতীনির্ধারক রা কি যে সিদ্ধান্ত নিবেন তাই ঠিক করতে পারছেন না । তার জন্য ই আজ এই অবস্হ্যা । আমাদের রজনৈতিক নেতাদের অস্হির সিদ্ধান্তের কারনে ই আজ সমগ্র জাতিকে চরম মূল্য দিতে হচ্ছে । মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া কি গত কয়েক দিন দেশের কোন খবর ই রাখেন নাই ? সমগ্র মিডিয়ায় যখন ঘূর্ণিঝড় মহাসেনের খবরে ব্যস্ত তার মাঝে ও কি করে মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তার দলের নিতীনির্ধারক রা হরতালের মত একটা কঠিন কর্মসূচির দিতে পারলেন ? আর কেন ই বা হরতাল প্রত্যাহার করলেন ? এটা কি তাদের দেশ ভক্তির ই একটা অংশ ? এর ই নাম বোধ হয় দেশ প্রেম !
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২৫
অমৃত সুধা বলেছেন: ‘প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে’
http://dhakajournal.com/?p=7551
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: এটা সম্পুর্ণ একটি মিথ্যা ও খোরা যুক্তির সংবাদ ।
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩৯
রাতুল রেজা বলেছেন: পুরাই ভন্ডামি, ৩ দিন আগে থেকে জানতেসে সবাই মহাসেন আঘাত হানবে, এর মধ্যে হরতাল ডাকার কারন কি ছিল ? এখন ঝড়ের অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে পাব্লিক সিমপ্যাথি পাওয়ার চেষ্টা। জঘন্য
৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:০৫
মেদভেদ বলেছেন: দেশপ্রেম কি শুধু বিরোধীদলীয় নেত্রীর ক্ষেত্রে প্রযোয্য??? সরকারদলীয় নেত্রীর কি প্রয়োজন নেই????
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ এর ই সাথে বলবো দেশ প্রেম আপনার , আমার , সরকার কিংবা বিরোধীদল সবার ই থাকা দরকার । তবে আমাদের ক্ষেত্র এটা এখন শুধু মুখে অন্তরে নয় । এটা ই আমাদের মূল সমস্যা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১৮
শাহজাহান মুনির বলেছেন: এর ই নাম বোধ হয় দেশ প্রেম !