নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

সত্যি কি আমরা রাখাল ছাড়া গরুর ?

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

বেশ কিছু দিন যাবৎ নিজের জীবন-জীবিকার প্রয়োজনে অত্যন্ত ব্যস্ত তাই এখানে বসার তেমন সুযোগ হয়ে উঠেনি তার পর আমাদের সোনার বাংলাদেশের যে অবস্হা তাতে নিজের মত প্রকাশে কেন জানি নিজের ই বুকের ভিতরে একটা অজানা ভ্য় হয় । কারন আমাদের ও তো পরিবার-পরিজন আছে । কারন বর্তমান আওয়ামিলীগ সরকার বাংলাদেশের প্রথম ডিজিটাল সরকার । দিনবদলের সরকার আগের দিনের সব ধুয়েমুছে নতুন দিনের পথে বাহ ভাবতেই ভাল লাগে । সবকিছুতেই পরিবর্তন আর পরিবর্তন । আগে মাঝরাতে ও বন্ধুদের সাথে বাহিরে আড্ডাদিয়ে বাড়ী ফিরতে তেমন দ্বিধাবোধ কারতাম না এখন কেন জানি ভর দুপুরে ও বাড়ী ফিরতে ভয় হয় এই বুঝি কারো হাতে গুম হয়ে যাই এই বুঝি আমাদের সরকারি দলের বা তাদের অংগ সংগঠনের কারো হাতে হামলার শিকার হই । আমি অত্যন্ত গরীব দিন আনি দিন খাই অবস্হা তার পর ও ভয় আমাদের সরকারি দলের সোনার ছেলেরা কখন এসে দবি করেন তোমাকে তো এই মহল্লায় থাকতে হলে অত টাকা দিতে হবে না হয় কাল বিকেলে তোমার ছেলে আর স্কুল থেকে ফিরবে না বা রাতে আর তুমি বাড়ী ফিরবে না । হয়তো আমার কথায় আপনাদের কেউ কেউ ভাবটে পারেন আমি সরকার বিরোধী কোন রাজনীতিক দলের সমর্থক এটা যদি কেউ ভাবেন তা মোটেও সঠিক নয় । আমি বারং বার ই বলি আমি কোন রাজনীতিক দলের সমর্থক নই আমাদের রাজনীতি বিদডের আচার-আচরন বার বার ই আমাকে মানসিক ভাবে অত্যন্ত আহত করে । যে দল ই ক্ষমতায় দখল করুক না কেন তাতে আমাদের সাধারন জনসাধারনের জীবন-যাত্রা সহ সার্বিক মানের আদৌ কি কোন পরিবর্তন হয়েছে ? বরং আমরা ক্রমানয়ে আরো নিম্ন মুখি হচ্ছি । আগে রাজনীতি বিদের কথা ও কাজের মধ্যে কিছুটা হলে ও সম্বনয় ছিল আর আমাদের বর্তমান রাজনীতিবিদরা ভরা সভা্য় ডাহা মিথ্যা বলে আমাদের লজ্জিত করছেন কিন্তু তাতে মিথ্যাবলতে নুন্যতম সংকোচ হচ্ছেনা । সবচেয়ে বেশি কষ্ঠ ও লজ্জা পাই আমাদের জাতিয় অহংকার বর্তমান মানীয় প্রধান মন্ত্রী ও বিরোধিদলীয় নেতার পাগল সুলভ মন্তব্য ও বিভিন্ন বক্তব্য শুনে । যে কোন দেশের মানীয় প্রধান মন্ত্রী ও বিরোধিদলীয় নেতার কাছ থেকে একটা জাতি বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন দিকনির্দেশনা মুলক মন্তব্য ও বক্তব্য আশা করে যা একটা জাতিকে তার লক্ষ্য পৌছতে সবচে বেশি সহা্য়তা করে । অথচ আমাদের মানীয় প্রধান মন্ত্রী ও বিরোধিদলীয় নেতার মন্তব্য ও বক্তব্য জাতিকে বিভক্ত, হিংসাত্ব ও হিংস্র করে তুলছে । তাদের কথার মাঝে আমরা শুধু অন্ধকারকেই খুজে পাই । জানিনা তাদের ( আমাদের রাজনীতি বিদদের) ভিতর কোন সু-আক্কল সু-মতি হবে না তারা রাখাল ছাড়া গরুর মতই আমাদের দেশ ও জাতি কে পরিচালনা করবেন । তাই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আসলেই কি আমরা জাতি হিসেবে রাখাল ছাড়া গরুর ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.