নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

কি আশায় বাঁধি খেলা ঘর ?

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

বিএনপির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করে সরকার আগামী নির্বাচন কালীন সময়ের সরকার ব্যবস্হ্যা নিয়ে আলোচনা যা বর্তমান জাতির বিষফোড়া সেই আলোচনার কফিনের শেষ পেরেক তা ও মেরে দিল বড়্তমান সরকার ।তাত হ্যতো জাতির বুঝতে বাকী রইলনা যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গত ২৬শে অক্টেবরের মাননীয় বিরোধীদলীয় নেত্রীকে ফোন করাটা ছিল শুধুই লোক দেখানো আর তার আরেকটা প্রমান হলো তাদের দুজনের ফোন আলাপ ৭১ টেলিভিশনে প্রচার । আমাদের দেশের ক্ষমতা লোভী রাজনৈতিক লোক গুলি যে কত বড় মাপের বাটপার তা হয়তো বিশ্বের উন্নত গনতান্ত্রীক দেশের নেতারা জানেনা ।এটা ই তাদের জন্য সৌভাগ্য আর আমাদের বাংগালি জাতির জন্য চরম দুরভাগ্য যে আমরা ক্ষমাতা লোভী আজ দুই রাজনৈতিক হায়নার কাছে জিম্মী । শুধুই ক্ষমতার লোভা তারা দেশ ও জাতিকে আজ চরম বিপদের মুখে ঠেলে দিতে একটু ও কুন্ঠ বোধ করেন নি । এক জন ভাবছে বাংলাদেশ ও এদেশের জনগন তার পৈত্রিক সম্পত্তি আর অপর জনের ভাবনা স্বামীর । আর আমরা ও তাদের ক্রীতদাসে পরিনত হয়েগেছি । হরতাল দিয়ে কেউ শেরাটন হোটেলের সামনে গানপাউডার দিয়ে দোতলা বাসে আগুন লাগিয়ে মানুষ মরে আবার কেউ বাফরতাল দিয়ে পিতার সামনে মনিরের মত কিশোর কে আগুন দিয়ে পুড়িয়ে মারে । এরা সবাই আমাদেরকে খুব আপন চোখে দেখে । আহ কি মায়া কান্না আমাদের নিয়ে । ধ্বিক শত ধ্বিক এই নিলজ্জ মানুষ রুপী শয়তানদের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.