নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

থু , থু তোমাদের মুখে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

বাংলাদেশ দুনিয়ার বুকে স্বাধীনতা মাথা উচু করে দাড়িয়েছিল সেই ১৯৭১ সালে বিনিময়ে দিতে হয়েছিল ত্রিশ লক্ষ বাংগালীর বুকের তাজা রক্ত আর প্রায় আড়াই লক্ষ মা বোনের ইজ্জত । তার পর ও আমাদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলা আজ ও বন্ধ হয় নি আজ আমাদের বুকের রক্তে লাল হচ্ছে দেশের মাটি আহ ও পুলিশের গুলি চলে স্বাধীন বাংগালীর বুকে । আমাদের তথা কথিত রাজনীতিবিদ নামক ঐ কুকুরদের কে দিয়েছে আমাদের ইজ্জত সম্মান আর জীবন নিয়ে ছিনিবিনি খেলার । কোন আধিকারে ভারতের সামান্য পররাষ্ট্র সচিব সুজাতা এসে আমাদের সাথে খবরদারি করবে কেন ই টার কাছে আমাদের পতিত রাজনীতিজীবিরা ভিক্ষুকের মত ক্ষমতার জন্য ধন্যা দিবে ? কেনই বা আজ তারানকোর মহোদয়ের এত ছুটাছুটি কেন ই বা আজ তাদের এত খবরদারি ? কেন চাতক পাখির মত তাকিয়ে আছি তারানকোর মহোদয়ের মুখ পানে ? এর চাওয়ার জন্যই কি ত্রিশ লক্ষ বাংগালী বুকের তাজা রক্ত আর প্রায় আড়াই লক্ষ মা বোন ইজ্জত উৎসর্গ করেছিলেন ? হে একাত্তরে শহীদবীর ও বিরংগনা মা ও বোনেরা আমরা লজ্জিত আপনাদের কাছে আপনাদের সম্মান আমরা রক্ষা করতে পারিনি । আপনারা আমাদের ক্ষমাকরুন । ধ্বিক শত ধ্বিক তোমাদের আজ তোমরা যারা সামান্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কুকুরের মত টেনে হেচরে খাচ্ছ আমাদের অস্হিত কে ধ্বংস করছো আমাদের আশা আকাংখার সোনার বাংলাকে । থু, থু তোমাদের মুখে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.