![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংগালীরা সাধারনত অল্পতেলে মচমচা ভাজাটাই অত্যন্ত পছন্দ করি অর্থাৎ আমরা সব কিছুতেই চাই সাধারনত অল্পতেলে মচমচা ভাজা । তাই আমাদেরকে বলা হয় হুজুকের বাংগালী । হয়তো আমার কথায় অনেকে মন্তব্য করবেন বা ভাববেন যে আমি বোধ হয় আমাদের বাংগালী জাতিকে নিয়ে কটাক্ষ করছি মোটেও না বাংগালী জাতিকে নিয়ে কটাক্ষকরার দুঃসাহস আমার আছে বলে আমি মনে করি না । তার পরে ও উপরের মন্তব্য করার কারন আমরা সামান্য কিছুতে অর্থাৎ সামান্য ছুতা পেলেই হুজুকে সেটাকে অনেক বড় করে ফেলি যেমন ধরুন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত ব্যক্তি আবদুল লতিফ সিদ্দিকীর কথা ।আবদুল লতিফ সিদ্দিকী যে মন্তব্য করছেন বা যে বক্তব্য দিয়েছেন তা এক কথায় নিন্দনীয় কিন্তু সেই নিন্দা আজ প্রতিবাদ ও আন্দোলনের রুপ নিয়েছে ।লতিফ সিদ্দিকীর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছ । কারো কোন মুখের কথার জন্য বা কোন মন্তব্যের জন্য তার ফাঁসি চাওয়া কতটা যুক্তি-যুক্ত তা নিয়ে নিয়ে অবশ্যই প্রশ্ন আছে ? করো কোন মন্তব্যের জন্য তার ফাঁসি চাওয়া কোন সভ্য সমাজ আশা করে না । আমাদের বিশ্ব বেহায়া ক্ষেত লুচ্চারাজ এরশাদ ও তার অধিনস্ত চামচারা লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি করছেন গত কাল থেকে তো জামাত-শিবির সহ বিভিন্ন ইসলামিক সংগঠন লতিফ সিদ্দিকী সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাস্তা গরম করে রেখেছেন । আজ শুক্রবার জুমার নামাজের পর লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে দেশে কি যেন হ্য় ? আজ প্রায় সমস্ত মিডিয়াতে ই লতিফ সিদ্দিকীর বিভিন্ন অপকর্মের ফিরিস্তি নিয়ে রিপোর্ট, কলাম প্রতিবেদন প্রকাশ করেছে গত সময়ে পাট মন্ত্রী থাকা অবস্হায় লতিফ সিদ্দিকী কি কি অপকর্ম ও দূর্নীতি করছেন তা নিয়ে বিশাল বিশাল রিপোর্ট বিশাল লেখা যা পড়তে পড়তে মাথা ব্যাথা হয়ে যায় । আজ লতিফ সিদ্দিকীর বেগতির করনে মিডিয়া যেন তাকে পেয়েবসেছে । আমি অবশ্যই লতিফ সিদ্দিকীর কোন অপকর্মের ই সমর্থন করছি না এবং সমস্ত অপকর্মের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি কিন্ত এতটুকু বলতে চাই আমাদের মিডিয়া কোথায় ছিল কার স্বার্থ রক্ষায় তারা দীর্ঘ সময় পর আজ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্বেচ্চার হলেন. এত অপকর্মের পর ও কেন আমাদের মিডিয়া লতিফ সিদ্দিকীর ব্যাপারে ঘুমিয়েছিলেন ? এতে অবশ্যই প্রমান হয় যে আমাদের মিডিয়া ও হুজুকে নাচে । যেমন আমাদের দেশের হুজুকের পাবলিকেরা লতিফ সিদ্দিকীর ফাঁসি চাচ্ছে ?
©somewhere in net ltd.