নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

হিরো আলমদে যোগ্যতা আগে জানা হয়নি কেন ?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

আমাদের রাজনীতিতে অনেক হিরো হিরোয়িনের আসা যাওয়া থাকলে ও সম্প্রতি আলোচিত হিরো আলম সত্যি হিরোতে ই পরিনত হয়েছেন । বগুরার ছেলে স্বঘোষিত হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয় পত্র কিনতে ঢাকায় এসে জাতীয় হিরোতে পরিনত হয়েছেন । বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ভাবে হিরো আলমকে উপস্হাপনের চেষ্টা করছে । কোন এক টেলিভিশনের টকশোতে হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে শান্ত সাবলীল ভাষায় হিরো আলম বর্তমান ও পুর্বের সংসদের অনেক সদস্যের ই যোগ্যতার প্রশ্ন তুলেছেন যা সত্য ও বাস্তব । আমি হিরো আলম বা অন্য কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে চাইনা । কারন যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে আমাদের জাতীয় সংসদে আসা কত জন সাংসদের সঠিক যোগ্যতা আছে তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে । ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতিবিদদের বাহিরে অধিক সংখ্যক প্রার্থীকে বিএনপি মনোনয়ন দিয়ে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরই আমাদের রাজনীতির চিত্র পাল্টে যেতে থাকে । পরবর্তীতে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার জন্য আওয়ামীলিগ ও ঐ একই পন্থা অবলম্বন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।এর পর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ক্ষমতার লোভে অনেকের আশকরা বেড়ে যায় ।

এর ই ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনীতিতে নীতির অবক্ষয় হতে থাকে । এই নীতির অবক্ষয়ের ফসলই আজকের কৌতুক অভিনেতা বা গাড়ী চোর নায়কদের সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়নের আবেদন নেয়ার হিরিকই প্রমান করছে রাজনীতি আজ কৌতুকে পরিনত হতে যাচ্ছে । দেশের প্রত্যেক সুস্হ্য নাগরিকের ই যে কোন নির্বাচনে প্রতিযোগিতা করার অধিকার আছে সেই প্রার্থীর যোগ্যতা নির্বাচন করবেন দেশের জনগন । তবে আমাদের দেশের জনগন ও আজ পেশী শক্তি ও কালো টাকার দাপটে যোগ্য ব্যক্তি নির্বাচনের কথা বেমালুম ভুলে যাচ্ছেন । আজ সংবাদ মাধ্যম আজ হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে । তারা যদি পূর্বে রাজনীতিতে আসা অরবাচিনদের ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেন তা হলে রানা বদি নিজামীরা কখনো ই রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে পারতো না । আগেই বলেছি ক্ষমতার লোভ আজ দিশে হারা আমাদের রাজনৈতিক দল ওতাদের নেতারা । আদর্শ ন্যায় নীতির উর্দ্ধে আজ রাষ্ট্রীয় ক্ষমতা । আমাদের একাদশ নির্বাচন আসন্ন । প্রত্যেক রাজনৈতিক দল ও জোট প্রার্থী নির্বাচনে ব্যস্ত । প্রত্যেক রাজনৈতিক দলই যোগ্য রাজনীতিবিদদে মনোনয়নের মাধ্যমে জাতিকে যোগ্য নেতা নির্বাচনের সুযোগ করে দিবেন এমন টি প্রত্যাশা আমাদের সাধারন মানুষের ।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: যোগ্যতা কোন কারনই না।
এই প্রশ্ন তোলার কারন হল হিরো আলম দেখতে অসুন্দর।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: এই বিষয়টা আমরা চিপড়ে চিপড়ে তিতা বানিয়ে ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.