![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো রাখবো তোমার স্বাধীনতা শপথ নিয়েছি,তোমার যতো সন্তানেরা আজো বেঁচেই আছি,যদিও মোদের হাতপা বাঁধা,মুখ রেখেছি বন্ধ,তবুও মা ভঁয় পেয়োনা,আমরা নয়তো অন্ধ, সময় মতো জাগবো মোরা,নিয়ে সংগ্রামী হাত,অনেক কষ্টে অর্জিত এই,স্বাধীনতা অটুট থাক।
এ দেশকে বাঁচাবে কে??? সংলাপ এর কথা বলা হলেও জাতি সংঘাতের আশংকা করছে। জনগনের বাঁচার কোন রাস্তাও নজরে পড়ছে না। আমরা ১/১১ চাই না কিন্তু বর্তমান অবস্থায় জনগন এখন আবার সেই ১/১১ চায় কারন এই জনগন দুবেলা দুমুঠো ভাত খেতে চায় নিজের পরিশ্রমেই।আজ সংঘাত কাল হরতাল জনগণকে বিষিয়ে তুলেছে। জাতি হুসেন শহীদ সোহরাওারদি,মাওলানা ভাসানি,বঙ্গবন্ধু কিংবা
শহীদ জিয়া সহ আরও অনেক নাম না জানা ইতিহাসের নেতা বাঙালি জাতি আর পাবে না। তবুও আশায় বুক বেঁধে এতদিন অপেক্ষা করেছে।জাতির বাঁচতে হবে। রাজনীতির মারপ্যাঁচ বা ক্ষমতা যাওয়ার লোভ তাদের নাই। তারা শুধু একটু শান্তি চায় নিরাপদে বাঁচতে চায়। বর্তমান এ অবস্থা থেকে মুক্তি চায়। একজন নূর হুসেন ও একজন ডঃ মিলন তাদের জীবনের বিনিময়ে একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতা বদলের পরে জনগনের মনে অনেক আশা ছিল দেশটা এবার আরও সুন্দর হবে, আমরা মুক্তি পাব। তাও হলনা।১৭ জন কৃষক আর ১৮জন শ্রমিক হত্যার পরও জাতি বুক বেঁধেছিল। তবুও হল না। কিছুদিন পূর্বে প্রায় ১৫০জন নিহত হলেও হরতাল আর নৈরাজ্যে জনগন আশার আলো নিভে যায়।
এ আশার আলো কে জ্বালবে??? জনগন মুক্তি পাবে কিভাবে??
দেশের রাজনীতি আজ রাজনীতিবিদের হাতে নাই।চলে গেছে
আমলা আর ব্যাবসায়িদের হাতে। জনগনের এখন একটায়ই চাওয়া। মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই, আছে কি কেউ বাঁচাবে এই জনগণকে???
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
উড়োজাহাজ বলেছেন: যারা বাঁচাবে তাদের পোঙ্গায় লাথি মারুন, তাহলে তারা এসে আপনাকে বাঁচাবে!