![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
তোকে একটা চুমু খেতে পারব?
কপালেই না হয়? প্লিজ?
থাক। বাদ দে। রাগছিস যখন।
প্রেমে আমার আর প্লাবিত হওয়া হলো না।
আমার হাতটা তোর কোলে রাখতে দিবি?
আলতো করে? দুমিনিট?
ঠিক আছে। আরেকদিন।
সব অতৃপ্তি তৃপ্ত হওয়া হয়তো ভালো না।
আমার কাঁধে মাথা রেখে বসতে পারিস
আমার চুলে আঙুল খেলাতে পারিস
আমার মানিব্যাগ আপন করে নিতে পারিস
তোকে আমি পেতে পারব না?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সাইফ সামির বলেছেন:
না। নাটক লিখিনি এখনও।
জীবনের নাটকে অভিনয় করে করে ক্লান্ত।
ধন্যবাদ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আন্নোন-রাকিব বলেছেন:
ভাল হয়েছে
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ রাকিব।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো লেগেছে !
ভালো থাকুন
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
সাইফ সামির বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
আমিনুর রহমান বলেছেন: +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
পরিবেশ বন্ধু বলেছেন: সব আশা সময়ে হয়না পুরন
কবিতায় অভিনন্দন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
অচেনা ছায়া বলেছেন: লেখাটি অনেক ভাল হয়েছে।। যদিও কথা গুলো কেমন জানি চেনা মনে হচ্ছে।। কোন নাটকের নাকি ??